আর প্রেমিক-প্রেমিকাকে বিরক্ত করবে না পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক : আর প্রেমিক-প্রেমিকাদের কোনো ধরনের বিরক্ত করবে না ভারতের মুম্বাই পুলিশ। গত আগস্ট মাসে পুলিশ প্রশাসনের এ সিদ্ধান্তের পরও সম্প্রতি কয়েক জুটিকে বিরক্ত করায় সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে।
এরপরই এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার বলা হয়, সম্প্রতি মুম্বাই পুলিশ অ্যাক্ট, ১৯৫১ এর ১১০ নম্বর ধারা অনুযায়ী, পুলিশের অভিযানে হেনস্তা হতে হয় বেশ কয়েক প্রেমিক যুগলকে। এরপরই ওই ধারা ব্যবহার না করার সিদ্ধান্ত নেয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা আর কোনো প্রেমিক যুগলকে বিরক্ত করবে না।
মূলত প্রেমিক-প্রেমিকাদেরই বেশি হেনস্তার শিকার হতে হয় মুম্বাই পুলিশের হাতে। সবচেয়ে বেশি ঘটনা ঘটে আগস্টে। ওই সময় মুম্বাইয়ের হোটেলে তল্লাশি চালিয়ে একাধিক যুগলকে থানায় নিয়ে যায় পুলিশ। এতে রীতিমতো বিতর্কের মুখে পড়তে হয় প্রশাসনকে।
পুলিশ কমিশনার রাকেশ মারিয়া এক নির্দেশনা দেন। এতে বলা হয়, শুধুমাত্র পার্ক বা শপিং মলেই নয়, হোটেলে বা ফ্ল্যাটে ঢুকেও কোনো প্রেমিক যুগলকে বিরক্ত বা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে না পুলিশ।
নাগরিকদের ব্যক্তিগত জীবনের স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়। শুধু যুগলদের ক্ষেত্রেই নয়, সাধারণ নাগরিককে কোনো ধরনের বিরক্ত করা যাবে না বলেও নির্দেশ দেন পুলিশ কমিশনার।
এনডিটিভি জানায়, গত সপ্তাহে পুলিশের এক উচ্চ পর্যায়ের বৈঠকে ১১০ নম্বর ধারা ব্যবহারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। তারা ওই ধারা ব্যবহার না করার ব্যাপারে মত দেন। বৈঠকে ম্যাজিস্ট্রেটের পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার না করারও সিদ্ধান্ত হয়।
এ ব্যাপারে পুলিশের যুগ্ম কমিশনার দেবেন ভারতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনসম্মুখে কোনো প্রেমিক-প্রেমিকা যেকোনো ধরনের কাজে ব্যস্ত থাকলে তাতে নাক গলানোর অধিকার নেই পুলিশের।
২৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�