বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ১২:৫১:৫২

দু ভাগ হয়ে গেল পশ্চিমী দুনিয়া

দু ভাগ হয়ে গেল পশ্চিমী দুনিয়া

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি রুশবিমান ধ্বংসের ঘটনাটি বিশ্ব জুড়ে চরম উৎতেজনা সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভাগ হতে চলেছে পশ্চিমী দুনিয়া। কার পশ্চিমা দেশ গুলোর মধ্যে দন্ধ দেখা দিয়েছে। এই ঘটনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, জঙ্গিদের সাহায্য করতে রাশিয়াকে পিছন থেকে ছুরি মেরেছে তুরস্ক। রাশিয়ার পর এবার মুখ খুলল তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোলু কড়া সুরে রাশিয়ার বিরুদ্ধে তোপ দেগেছেন। তার বক্তব্য, ‘তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে যে কোনও পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে’। অন্যদিকে ন্যাটোভুক্ত তুরস্কের হয়েই প্রশ্ন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, নিজেদের সীমান্ত ও আকাশসীমা রক্ষা করার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে। সবমিলিয়ে সন্ত্রাস নিয়ে যখন একজোট হয়ে লড়ার দাবি উঠছে গোটা বিশ্ব জুড়ে। তখন এই ঘটনায় ফের ঠান্ডা লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রশ্ন উঠছে তবে কি ফের দু ভাগ হয়ে গেল পশ্চিমী দুনিয়া? রাশিয়ার সঙ্গে দড়ি টানাটানিতে আমেরিকা। তার মধ্যে সামিল ন্যাটোও। এদিকে রুশ বিমানের দুই পাইলটের অবস্থান নিয়ে দন্দ্ব তৈরি হয়েছে। প্রাথমিকভাবে এক পাইলটের মৃত্যুর খবর মিলেছে। আর এক পাইলট সিরীয়-তুর্কমেন বিদ্রোহীদের হাতে বন্দি বলে জানা যায়। যদিও তুরস্ক দাবি করেছে রশিয়ার দুই পাইলটই জীবিত রয়েছেন। তাদের উদ্ধারে সেনা নামানো হয়েছে। ২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে