বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০১:০১:২৪

ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব পেরু

ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব পেরু

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব পেরু। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত সঠিকভাবে কোন কিছু জানা যায়নি। পূর্ব পেরুর সঙ্গে দক্ষিণ পেরুর চিলিয়ান বর্ডারের নিকট বর্তী এলাকাতে এ ভূমিকম্প অনুভূত হয়। দক্ষিণ পেরুতে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.১। পেরুর জিওগ্রাফিক্যাল সার্ভে সূত্রে খবর দিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল পেরুভিয়ান শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত পুয়ের্তো মালডোনাডো। স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে তাদের বাড়ি কেঁপে উঠলেও কোনও ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত হয়নি। এছাড়া জানা গেছে, মাটির প্রায় ৬০২ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়েছিল ভূমিকম্পের। ২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে