ধ্বংস হতে যাচ্ছে আইফেল টাওয়ার
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দর্শনিয় স্থানগুলোর মধ্যে ফ্রান্সের আইফেল টাওয়ার অন্যতম। প্রতি বছর বহু পর্যটক এই আইফেল টাওয়ার দেখার জন্য ফ্রান্সে যায়। কিন্তু পৃথিবীর আকর্ষনীয় এই স্থানটি এবার হুমকির মুখে। কারন আইফেল টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এক ভিডিও বার্তাতে এরকম হুমকি দিয়েছে জঙ্গিরা। আইফেল টাওয়ার ছাড়াও ফ্রান্সের আরও কয়েকটি ঐতিহ্যবাহী ভবনও ধ্বংস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে ওই ভিডিও বার্তায়।।
প্রকাশিত ভিডিও ফুটেজে কালো মুখোশ পরা, কালাশনিকভ রাইফেল হাতে ধরা এক জঙ্গিকে ওই হুমকি দিতে দেখা গিয়েছে। ওই জঙ্গি ভিডিওতে কথা বলছিল ফরাসি ভাষায়।
ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া অল্যাঁর উদ্দেশ্যে দেওয়া ওই হুমকিতে বলা হয়েছে, ‘‘আমরা আবার ফিরছি। তোমার দেশকে ধ্বংস করে দিতে আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। ফ্রাসোঁয়া, তুমি নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। কিন্তু এই যুদ্ধ তুমি কোনও দিনই জিততে পারবে না। তুমি মানুষকে বলছ বটে, যুদ্ধটা তুমি জিতবে। কিন্তু যুদ্ধটা আমরাই জিতব। জিততে আমাদের হবেই, কারণ, আমরা ঈশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’’
এখানেই শেষ নয়। ওই ভিডিওতে জঙ্গিটিকে আরো বলতে শোনা গিয়েছে, ‘‘এবার আমরা যা ঘটাব, তা তুমি কল্পনাও করতে পারছ না।’’
এই হুমকি ভিডিও-র পাশাপাশি আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে আইফেল টাওয়ার। হলিউডের ২০০৯ সালের একটি ফিল্ম থেকে নেওয়া হয়েছে আইফেল টাওয়ার ভেঙে পড়ার ফুটেজ।
২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ