অস্ত্র চুক্তি নিয়ে আলোচনায় ইরান-রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া গুরুত্বপূর্ণ অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রেসিডেন্টের সামরিক প্রযুক্তি সহযোগিতা বিষয়ক সহকারী ভ্লাদিমির কোজিন।
কোজিন জানান, পুরনো সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরিয়ে ইরান রাশিয়ার কাছে থেকে নতুন করে অস্ত্র আমদানি করতে চায়। কোজিন বলেন, “এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। ইরান সব ধরনের অস্ত্র রশিয়া থেকে নিতে চায়। কারণ তাদের রয়েছে বিশাল এবং নিষ্ঠাবান সামরিক বাহিনী কিন্তু পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সেভাবে সামরিক সরঞ্জাম আধুনিকায়ন করা সম্ভব হয় নি। এজন্য অস্ত্র কেনার বিষয়ে ইরানি পক্ষ খুবই আন্তরিক।”
ইরান এরইমধ্যে রাশিয়ার কাছ থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে চুক্তি নবায়ন করেছে এবং চলতি বছরের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইরানে এসে পৌঁছাবে। রাশিয়ার কর্মকর্তারা এরইমধ্যে ঘোষণা দিয়েছেন, এস-৩০০ ব্যবস্থা হস্তান্তরের বিষয়ে তারা কাজ শুরু করেছেন।
বিগত ১৪ জুলাই ইরান ও ছয় জাতিগোষ্ঠী মধ্যে পরমাণু ইস্যুতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পর মস্কো তেহরানকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হস্তান্তরের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়।
২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ