কন্যাভ্রূণ হত্যা রোধে ২১ বছরের সাইকেল যাত্রা
আন্তর্জাতিক ডেস্ক : কণ্যাভ্রূণ হত্যার বিরোধিতায় পথে নেমেছিলেন। পণের জন্য নিজের চোখের সামনে নিজের আপন বোনের বিয়ে ভাঙতে দেখায় শপথ নিয়েছিলেন, এই ঘৃণ্য প্রথার বিরুদ্ধে রুখে দাড়াবেন। সেই সময় তিনি ছিলেন নবম শ্রেণির একজন স্কুল কিশোর। মহারাষ্ট্রের জালনা জেলার বাসিন্দা ভাউসাহেব ভাওয়ার। পণপ্রথার বিরুদ্ধে নিজের সাইকেল নিয়ে পুরো ভারত জুড়ে একুশ বছরেরও বেশি সময় ধরে তিনি প্রচার করে বেড়াচ্ছেন।
বুধবার ভাউসাহেব শিলিগুড়ি পৌঁছান। এদিন শিলিগুড়িতে নিজের দফতরে মহকুমা শাসক রাজেন বীরসিং কাপুর তাকে সংবর্ধনা দেন। ২২ বছর আগে এইসব কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন ভাউসাহেব। তার পর আর বাড়ি ফেড়া হয়ে উঠেনি। পণপ্রথা রোধে সাইকেল নিয়ে এখনে পুরো ভারত জুরে পরিক্রমা চলাচ্ছেন। সাধারণ মানুষকে পণপ্রথার অভিশাপ থেকে দূরে রাখতেই ভাউসাহেবের এই প্রচারাভিযান।
১৯৯৩ সালে মহারাষ্ট্র থেকে এই অভিযান শুরু করে বুধবার সিকিম হয়ে শিলিগুড়িতে পৌঁছান তিনি। বৃহস্পতিবার রওনা হবেন অসমের দিকে। তিনি জানান, জীবনের একটাই উদ্দেশ্য, সমাজকে কন্যাভ্রূণ হত্যা থেকে বিরত করা এবং পণপ্রথা থেকে দূরে রাখা।
২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ