ইউক্রেনের আকাশসীমায় রুশ উড়ান নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আকাশসীমায় ঢুকতে পারবে না রাশিয়ার কোনও বিমান। ইতোমধ্যে ইউক্রেনের বিমানের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। সেই কারণেই কিয়েভও এহেন পালটা সিদ্ধান্ত জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিউক। বুধবার অনুষ্ঠিত ইউক্রেনের মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বলেন, "রাশিয়ার কোনও বিমান আর ইউক্রেনের আকাশপথ ব্যবহার করতে পারবে না।" সামরিক এবং বৈদেশিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এরূপ চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জনান তিনি। এরই মধ্যে ইউক্রেনের এয়ার ট্রাফিক পরিষেবা দফতরকে এ বিষয়ে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী। প্রসঙ্গত গত বছরও দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ইউক্রেন৷
গত ২৫ অক্টোবর থেকে রাশিয়ার বিভিন্ন বিমান সংস্থাকে নিষিদ্ধ করা হতে থাকে ইউক্রেনে আকাশসীমা ব্যবহার না করার জন্য। বুধবার সরকারিভাবে তাতে সিলমোহর পড়ল। মস্কোর সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনও সমাধান সূত্র খুঁজে পায়নি কিয়েভ। বিমান পরিষেবা সচল রাখতে রাশিয়ার প্রস্তাব দেওয়া হলে তা 'গ্রহণযোগ্য হবে না' বলেও জানিয়ে দেয় ইউক্রেন।
রাশিয়ার এক বিমান সংস্থা সূত্রে খবর, মস্কো ইউক্রেনের সমস্ত বিমানের ঢোকা বন্ধ করার আগে পর্যন্ত গত আট মাসে দুদেশের মধ্যে প্রায় আট লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। যত দ্রুত সম্ভব দুদেশের মধ্যেকার বিমান পরিষেবা পুনরায় চালু হওয়ার দরকার বলেও জানিয়েছে রাশিয়ার ওই বিমান সংস্থা।
২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ