শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮, ০৫:১৫:১৪

ভারতে ১৩ ঘণ্টায় ৩৬ হাজার বজ্রপাত!

ভারতে ১৩ ঘণ্টায় ৩৬ হাজার বজ্রপাত!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে অন্ধ্র প্রদেশে গত মঙ্গলবার মাত্র ১৩ ঘণ্টায় ৩৬ হাজার ৭৪৯ টি বজ্রপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার থেকে রাজ্যটিতে বজ্রপাতে ৯ বছরের এক বালিকাসহ ৯ জন মারা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলেছে, এত বেশি সংখ্যক বজ্রপাত সচরাচর দেখা যায় না। চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই এমনটি হয়েছে।

বর্ষা মৌসুমে ভারতে প্রায়ই বজ্রপাত হয়। সাধারণত জুন থেকে বর্ষাকাল শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত থাকে। এ রাজ্যে মঙ্গলবার বজ্রপাতের যে রেকর্ড করা হয়েছে তা একেবারেই ব্যতিক্রমী। কারণ, রাজ্যটিতে গতবছরের বজ্রপাতের রেকর্ডে দেখা গেছে, পুরো মে মাস জুড়ে সেখানে ৩০ হাজারটি বজ্রপাত ঘটেছে।

এ বছর আরব সাগরের ঠান্ডা বাতাস আর উত্তর ভারতের উষ্ণ বাতাসের সংমিশ্রণে মেঘের ঘনঘটা বেড়ে যাওয়ায় রাজ্যে বজ্রপাতের সম্ভাবনাও বেড়েছে। ভারতের সরকারি হিসাব মতে, ভারতে ২০০৫ সাল থেকে প্রতিবছর বজ্রপাতে অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে