বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৩:২৪:৩০

স্পাইডার ম্যানের দেশে এখন স্পাইডারই আতঙ্ক!

স্পাইডার ম্যানের দেশে এখন স্পাইডারই আতঙ্ক!

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার টেনিসি-র একটি শহরে মাকড়শা আতঙ্ক। মাঠজুড়ে মুধু মাকড়শার জাল। জাল থেকে বেরিয়ে আসছে লক্ষ লক্ষ মাকড়শা। একসাথে এত মাকড়সা দেখে আতঙ্কে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। ঝাঁকে ঝাঁকে মাকড়শা! ছুটে আসছে তির বেগে! হলিউডি ছবিতে এ দৃশ্য তো বহুবার দেখা গিয়েছে। রুপালি পর্দার এই আতঙ্কই এবার বাস্তবে! এই ছবি আমেরিকার টেনিসি-র একটি ছোট্ট শহর নর্থ মেমফিস-এর! বিস্তীর্ণ এলাকাজুড়ে ঘাসের উপর, সাদা রঙের কি যেন পড়ে রয়েছে! একঝলক দেখে মনে হতেই পারে, সদ্য নেমে আসা তুষার কণা! কিন্তু কাছে যেতেই চোখ কপালে! জমাট বাঁধা নিরীহ তুষার নয়! এ হল ভয়ংকর মাকড়শার জাল! প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই জালের নীচে লুকিয়ে আছে হাজার হাজার মাকড়শা! জালের গায়ে সামান্য টোকা দিলেই, বেরিয়ে আসছে পিলপিল করে! কখনও আবার হাওয়ার বেগে জালের সাহায্যে উড়ে যাচ্ছে এখান থেকে ওখানে। দিক-বিদিকে ছড়িয়ে পড়ছে মাকড়শাদের দলবল। মাকড়শার এই আচমকা উত্পাত ঘুম উড়িয়েছে শহরবাসীর! কয়েকবছর আগে হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট ছবিতে দেখা গিয়েছিল এমন এক দৃশ্য! মাকড়শারা আকারে অনেক ছোট হলেও, আজকাল মাঝেমধ্যেই এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে নর্থ মেমফিসের বাসিন্দাদের। বিছানায় মাকড়শা, চেয়ারে মাকড়শা, টেবিলে মাকড়শা। ঘরজুড়ে শুধুই মাকড়শা! ওই শহরের এক বাসিন্দা ইদা মরিস জানিয়েছেন, গতকালই আমি আমার গাড়ি বারান্দায় ২০টি মাকড়সা দেখতে পাই। অপর এক বাসিন্দা দেবরা লেউইস জানিয়েছেন, ঠিক যেন কোনও ভূতুড়ে সিনেমা। ঘাসের ওপর সেগুলি প্রায় ১ কিমি জুড়ে জাল বুনেছে। মাকড়সা মারতে মারতেই দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে তাদের। তিনি আরও বলেন, মাকড়সার কামড় বাচ্চাদের জন্যও ক্ষতিকারক। তাই স্প্রে করে বা একটা একটা করে সেগুলিকে মেরে ফেলা হচ্ছে। কিন্তু তাতেও কমছে না মাকড়সার তাণ্ডব। এদিকে বিশেষজ্ঞদের মত, ঘরে মাকড়সার উতপাত নাকি ততটাও খারাপ নয়। কারণ, অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে তারা। কিন্তু আট পা বিশিষ্ট এই এই প্রাণীটির অত্যাচারে অতিষ্ঠ সেখানকার বাসিন্দারা। মেমফিসের এডিটর ইন চিফ টুইটারে শীঘ্র এবিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। পরিস্থিতি এমন জায়গা পৌঁছেছে যে এখন মাকড়শা নিধনে প্রশাসনের দ্বারস্থ হতে হয়েছে আতঙ্কিত ওই শহরের বাসিন্দাদের! বিশেষজ্ঞরা বলছেন, মাকড়শার এই উত্পাতে উদ্বেগের কোনও কারণ নেই! কিন্তু, আতঙ্কিত মন কি আর বিজ্ঞানের যুক্তি মানে! আর তাই স্পাইডার ম্যানের দেশে এখন স্পাইডারই আতঙ্ক! তবে, মাকড়সার আক্রমণ এই প্রথম নয়। এর আগে বিগত মাসে ওহিও-র একটা আস্ত সেতু দখল করে নিয়েছিল কয়েকহাজার বাসিন্দা আমেরিকার মিসৌরিতে মাকড়সার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন এক সেনা পরিবার। ২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে