বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৪:৪৬:১৩

মাটি খুঁড়ে বেরল আংটি, বয়স ১,৭০০

মাটি খুঁড়ে বেরল আংটি, বয়স ১,৭০০

আন্তর্জাতিক ডেস্ক : এক কথায়, আশ্চর্য সুন্দর, অপুর্ব, মহা মূল্যবান যেই বিশেষেই দেন না কেন তা হয়তো বা কম হবে। একটি সোনার আংটি। তার মধ্যে বসানো বহুমূল্য নিকোলো স্টোন। সেই পাথরে কিউপিড-এর পোট্রেট। তির-ধনুক হাতে অপূর্ব সুন্দর সেই বালক। তিনি হলেন ভালোবাসার দেবতা। ব্রিটেনের হ্যাম্পশায়ার কাউন্টির ট্যাঙ্গলে গ্রামে মাটির তলা থেকে মিলল কিউপিডের পোট্রেট করা একটি ১ হাজার ৭০০ বছরের প্রাচীন সোনার আংটি। গ্রিক পুরাণ অনুযায়ী, কিউপিড হল প্রেমের দেবতা। শুক্রের পুত্র। গ্রিক ভাষায় কিউপিডকে বলা হয় Eros। বলা হয়, কিউপিডের হাতে থাকা তীর কোনও মহিলাকে বিদ্ধ করলে, সে পাগলের মতো কিউপিডের প্রেমে পড়ে যায়। ট্যাঙ্গলে গ্রামের একটি বাগানে মাটির তলায় পাওয়া গিয়েছিল রোমান যুগের কিউপিড আঙটিটি। গবেষকরা বলছেন, এই সোনার আংটি চতুর্থ শতাব্দীর। আংটিটি পাওয়া গিয়েছিল ২০১৩ সালে। কিন্তু গবেষকরা এতদিন ধরে পরীক্ষা করে দেখছিলেন আংটিটির প্রাচীনত্ব। আংটির পাথরে খোদাই করা কিউপিডের পোট্রেট দেখে তারা মুগ্ধ। তারা জানাচ্ছেন, আংটিটি তখনকার সময়ে কোন রোমান শাসকের ছিল। আংটিটি ব্রিটিশ মিউজিয়ামে রাখা হচ্ছে।- এই সময় ২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে