বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৫:৩০:১৫

‘প্রধানমন্ত্রী নিজেই বিমান ভূপাতিত করার নির্দেশ দেন’

‘প্রধানমন্ত্রী নিজেই বিমান ভূপাতিত করার নির্দেশ দেন’

আন্তর্জাতিক ডেস্ক :সম্প্রতি তুরস্কে রাশিয়ার একটি যুদ্ব বিমান সুখোই-২৪ ভূপাতিত হওয়ার ঘটনার পেছনে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু নির্দেশ দিয়ে ছিল বলে যানা গিয়েছে। থিংকপোল নামে কানাডার একটি পত্রিকা এ খবর দিয়েছে। সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার ওই বিমান ভূপাতিত করার পর যখন নানা জল্পনা চলছে তখন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লু স্বীকার করলেন যে, তিনি নিজেই রুশ বিমানকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন। তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র বৈঠকে দাউদওগ্লু বলেছেন, “সব ধরনের সতর্কতা সত্ত্বেও আমরা বিমান ধ্বংস করতে বাধ্য হয়েছি। তুরস্কের সামরিক বাহিনী আমার দেয়া নির্দেশ পালন করেছে।” যতটা স্বল্প সময়ের মধ্যে বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে তাতে তুর্কি প্রধানমন্ত্রীর এ বক্তব্য কতটা সত্য তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। কারণ খোদ তুরস্ক ঘটনার ব্যাখ্যা করে জাতিসংঘকে যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে, ১৭ সেকেণ্ডের জন্য রুশ বিমানটি তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে। যদিও রাশিয়া ভিডিও ফুটেজ দিয়ে প্রমাণ দিচ্ছে যে, তাদের বিমান তুর্কি আকাশসীমা লঙ্ঘন করে নি। তারপও যদি ধরে নেয়া হয় আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে তবু সেখানে প্রশ্ন থাকছে, এত স্বল্প সময়ের মধ্যে কীভাবে তুর্কি সামরিক বাহিনী সদস্যসরা প্রধানমন্ত্রীর মতো এত উঁচু পর্যায়ের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করল এবং বিমান ভূপাতিত করার মতো সময়ও পেল? সেক্ষেত্রে দাউদওগ্লুর এ বক্তব্য অনেকটা রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বক্তব্যকেই সমর্থন করে। ল্যাভরভ বলেছেন, “তুরস্ক পূর্ব পরিকল্পনার আওতায় বিমান ভূপাতিত করেছে।” ২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে