বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৫:৪৪:২৭

বাসে জঙ্গি হামলা, বন্ধ হল লিবিয়া সীমান্ত

বাসে জঙ্গি হামলা, বন্ধ হল লিবিয়া সীমান্ত

আন্তর্জাতিক ডেস্ক : টিউনিসিয়ার বাসে আত্মঘাতী জঙ্গি হামলার পর বন্ধ করে দেওয়া হল লিবিয়া সীমান্ত। বুধবার মধ্যরাত থেকে কমপক্ষে ১৫ দিনের জন্য এই সীমান্ত বন্ধ করে দেওয়া হল। আত্মঘাতী জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতেই লিবিয়া সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে বলে টিউনিসিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। লিবিয়ার স্থল সীমান্ত বন্ধ করার পাশাপাশি সমুদ্র এবং আকাশ সীমান্তে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন টিউনিসিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান বেজো কেইড এসেবসি। এছাড়া টিউনিসিয়া থেকে যাতে জঙ্গি সংগঠনগুলির ইন্টারনেট সাইট খোলা না যায়, তারও ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার লিবিয়ার রাজধানী টিউনিসিয়ায় রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষীরা যে বাসে করে যাচ্ছিলেন, সেই বাসে আত্মঘাতী হামলা হয়। এই হামলায় ১২ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। ঘটনার পর লিবিয়ায় কার্ফু জারি করা হয়েছে। তারপর বুধবার রাতে এই হামলার দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন। এরপরই সারা দেশজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। বন্দরগুলিতে নিরাপত্তা বাহিনী বাড়ানো হয় এবং যাত্রী ছাড়া কেউ বন্দরের ভিতর প্রবেশ করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করে পরিবহণ মন্ত্রনালয়। ২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে