বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৫:৫৭:৩৬

২০১৫ বিশ্ব রোবট সম্মেলন

২০১৫ বিশ্ব রোবট সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের রোবট সম্মেলন ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় রোবট বিষয়ক সর্বশেষ গবেষণা ও সর্বশেষ সফলতাগুলো প্রদর্শন করা হয়। অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান রোবট বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ও উদ্ভাবন এবং রোবট প্রযুক্তি ভবিষ্যত পৃথিবীতে কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করেন। চীনা টেকনোলজি সোসাইটির উপ-পরিচালক ও মহাসচিব সু সিয়াও লান বলেন, এবারের সম্মেলনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। তিনি বলেন, "প্রথমত, এ সম্মেলনটি হলো আন্তর্জাতিক। বিশ্বের ১২টি রোবট গবেষণালয় এবং ৪০টি দেশের রোবট নির্মাণ কোম্পানি এবং ১৫টি দেশের শতাধিক রোবট বিশেষজ্ঞ এ সম্মেলনে অংশ নিয়েছেন। দ্বিতীয়ত, এবার প্রদর্শনীতে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ কার্যক্রম। যেমন মানুষ ও রোবটের মধ্যে টেবিল টেনিস খেলা, ব্যাডমিন্টন খেলা, এমনকি রোবটের মধ্যে ফুটবল প্রতিযোগিতা। তার পাশাপাশি বাসা-বাড়িতে রোবটগুলো কিভাবে সেবা দিতে পারে তাও প্রদর্শন করা হচ্ছে এখানে। তৃতীয়ত, চীনে প্রথমবারের মতো আয়োজিত এ সম্মেলনে যুব সমাজের উদ্ভাবনী শক্তি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।" এছাড়া, এ সম্মেলন ও প্রদর্শনী চলাকালে অনুষ্ঠিত হবে নানা বৈশিষ্ট্যমূলক অনুষ্ঠান যেমন 'কণ্ঠ সেবা অঞ্চলে' দেখা যায় রোবটদের ইনফরমেশন ডেস্ক এবং রোবটের পারফরমেন্স। সরাসরি দেখানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা। স্মার্ট হোম অঞ্চলে দেখানো হচ্ছে রান্নাঘর ও বৈঠকখানা। দর্শকরা দেখতে পাচ্ছেন, ঘর পরিষ্কারকারী রোবট ও রান্নায় সহযোগিতাকারী রোবটের কার্যক্রম। ২৬, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে