আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে বালুঝড়ের মধ্য দিয়ে একটি বিমান অবতরণের ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ তবে কোনো দুর্ঘটনা ঘটেনি৷ ভিডিওটি টুইট করেছে খোদ ওয়ার্ল্ড মেটিয়োরোলোজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)৷
শ্বাসরুদ্ধকর ভিডিওটি সম্ভবত ককপিট থেকেই ধারণ করা হয়েছে৷ সেখানে দেখা যায়, বিমানটি যতই রানওয়ের দিকে এগুচ্ছে ততই বালুঝড় এগিয়ে আসছে৷ বিমান থেকে রানওয়ের শুরুটাই শুধু দেখা যাচ্ছিল৷ কিন্তু এরপর রানওয়ের পথ ওপর থেকে দেখা যাচ্ছিল না৷
পাইলট যখন অবতরণ করলেন, তখন সামনে মাত্র কয়েক ফুট দেখা যাচ্ছিল৷ এরমধ্যেই একটি চমৎকার অবতরণ ও সুন্দরভাবে বিমানটি চালিয়ে গেলেন তিনি৷ আর এ কারণেই পাইলটের প্রশংসায় পঞ্চমুখ ইন্টারনেট দুনিয়া। ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, ‘অসম্ভব! এমন কোনো ঘটনা যেন আমার ক্ষেত্রে না ঘটে৷ তবে চমৎকার অবতরণ৷’
ঘটনাটি ঘটেছে দক্ষিণ সৌদি আরবের জাযান এয়ারপোর্টে৷ পাইলট অবতরণের পর মূলত রানওয়ের দু’পাশের বাতি দেখে এগুচ্ছিলেন৷ডব্লিউএমও আরেকটি ভিডিও পোস্ট করেছে৷ এটি অবশ্য একজন যাত্রীর কাছ থেকে সংগ্রহ করা৷ স্থানীয় গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে জোর বায়ুপ্রবাহের কারণে প্রচণ্ড বালুঝড় হয়৷ এর আগে, এ বছরের শুরুতে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে ঝড় উপেক্ষা করে বিমান অবতরণ করিয়েছিলেন এক সাহসী পাইলট৷
এমটি নিউজ/এপি/ডিসি