সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ১১:৫৩:০২

‘আমার সোনার টয়লেট প্রমান করতে পারলে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবো’

‘আমার সোনার টয়লেট প্রমান করতে পারলে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবো’

আন্তর্জাতিক ডেস্ক: সেনা অভুথানের পরেও আবারো তুরস্কের জনগনের আস্থা প্রতিদান দিয়ে প্রেসিডেন্ত পদে বসেন এরদোগান। তবে তার মেয়াদ শেষ হতে যাচ্ছে খুব শীঘ্রই। তার পদে বসার জন্য প্রেসডেন্ট ভোটে লড়তে হবে তাকে।

নির্বাচন সামনে রেখে এরদোগান ও তার বিরোধীরা মাঠে সরব হয়েছে। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা কেমাল কিলিক দারোগলো নির্বাচনী জনসভায় এরদোগানের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ এনে তার কড়া সমালোচনা করেছেন।

শনিবার ইজমির প্রদেশের ইজিয়ান শহরে সমাবেশে তিনি বলেন, ‘আপনি (এরদোগান) নিজের জন্য প্রাসাদ বানিয়েছেন, প্লেন কিনেছেন, মারসিডিজ গাড়ি কিনেছেন, স্বর্ণের আসন কিনেছেন, যেটি আপনি টয়লেটে ব্যবহার করেন।’

কেমাল কিলিক দারোগলোর এ অভিযোগ প্রত্যাখ্যান করে তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন। সোনার টয়লেট প্রমাণ করতে পারলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগেরও ঘোষণা দিয়েছেন এরদোগান।

এরদোগান বলেন, কেমাল কিলিক দারোগলো যদি একটিও সোনার টয়লেটের সিট দেখাতে পারেন তাহলে তিনি পদত্যাগ করতে সম্মত আছেন।

রোববার রাতে রাষ্ট্রীয় সম্প্রচারকারী গণমাধ্যম ‘টিআরটি’-এর সঙ্গে সাক্ষাৎকালে এরদোগান বলেন, ‘আমি তাকে (কিলিকদারোগলু) আমার প্রাসাদে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তিনি আমার কোনো ওয়াশরুমের ভেতর এই ধরনের একটিও স্বর্ণের টয়লেট সিট খুঁজে পেলে আমি আশ্চর্য হব।’
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে