আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে বাড়িতে ঘটে গেল এ কেমন ঘোটনা।বিয়ে মানেই জাঁকজমক করে খাওয়া-দাওয়া বাজি পোড়ানো। কিন্তু এই এক ঘটা করে বিয়ে করতে গিয়েই চরম মাশুল দিতে হল উত্তরপ্রদেশের লক্ষ্মীপুর খেরি জেলার এক যুবককে।
২৯ এপ্রিল সুনীল বর্মা নামে ২৫ বছরের এক যুবক বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন। বরযাত্রীদের মধ্যে সুনীলের এক বন্ধু শূন্যে গুলি করতে করতে বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তখনই একটি গুলি গিয়ে লাগে বরের বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সুনীল। এক থেকে এমনই জানা গিয়েছে।
এত জোরে মাইকে তখন গান বাজছিল, প্রথমটায় বরের আত্মীয়রা বুঝতে পারেননি কী হয়েছে। তার পরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুনীলকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের বাবা রামচন্দ্র নামে সুনীলের ওই বন্ধুর নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। খুনের মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
শুধুমাত্র আনন্দের জন্যই শূন্যে গুলি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এমটি নিউজ/এপি/ডিসি