বুধবার, ০২ মে, ২০১৮, ০৫:৩০:৫৫

বিমান মাটিতে অবতরণের পরেই এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেন!

বিমান মাটিতে অবতরণের পরেই এই কাণ্ডটা ঘটিয়ে ফেলেন!

উড়োজাহাজে যাত্রা শেষে টাটকা বাতাসের জন্য হাঁপিয়ে উঠেছিলেন চীনের এক যুবক। এয়ারকন্ডিশনের বাতাসে তার পোষাচ্ছিল না। আর তাই বিমান মাটিতে অবতরণের পর যখন যাত্রীরা যখন বের হওয়ার অপেক্ষায়, তখন ঘটিয়ে ফেলেন কাণ্ডটা। যার ফলে জেলে তো তাকে যেতে হয়েছেই, জরিমানা গুনতে হয়েছে ১১ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ৯ লাখ ৪০ হাজারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বুধবার এক প্রতিবেদনে জানায়, চীনের সিচুয়ান প্রদেশের মিয়াংইয়াং বিমানবন্দরে সম্প্রতি ঘটনাটি ঘটে। হাইনান দ্বীপ থেকে মিয়াংইয়াং’এ উড়োজাহাজটি অবতরনের পর বাইরে বের হওয়ার জন্য মুখিয়ে ছিলেন ঘটনার নায়ক ২৫ বছর বয়সী চ্যান।

যাত্রীরা যখন উড়োজাহাজ থেকে বের হওয়ার জন্য অপেক্ষা করছেন, তখন চ্যানের নজরে আসে জরুরী মুহূর্তে বের হওয়ার দরজার দিকে। টাটকা বাতাসের জন্য দ্রুত বের হতে তাই পাশের আপৎকালীন দরজার হাতল টেনে ধরেন তিনি।

এরপর যা ঘটে যায় সেজন্য প্রস্তুত ছিলেন না চ্যান, প্রস্তুত ছিলেন না লাকি এয়ার সংস্থার উড়োজাহাজের কর্মীরাও। মুহূর্তেই বিমানের দরজা খুলে জরুরী নির্গমনের সিঁড়ি বেরিয়ে আসে।

ঘটনা ঘটার পরপরই সেখানে এলাহি অবস্থা শুরু হয়ে যায়। ফ্লাইটের কর্মীরা ছুটে এসে চ্যানকে আটক করে পুলিশে দেয়।

বেগতিক পরিস্থিতি বুঝতে পেরে চ্যান জানান, গরমে দমবন্ধ হয়ে আসছিল তার। এই কারণেই দ্রুত টাটকা বাতাস পেতে তিনি ওই দরজা খোলার চেষ্টা করেছিলেন। দরজার গায়ে লেখাও ছিল তাই!

কিন্তু দরজা ধরে হ্যাঁচকা টান দেয়ায় জরুরী দরজার হাতলই নাকি চ্যানের হাতে ভেঙে উঠে আসে। একই সঙ্গে দরজা খোলার দৃশ্য দেখে নিজেই নাকি ভয়ে চিৎকার করে ওঠেন। ফলে পরিস্থিতি চ্যানের বিপক্ষেই যায়!

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানায়, দ্রুত বিচারে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং বিমানের সম্পত্তি ভাঙচুরের দায়ে চ্যানের ১৫ দিনের জেল ও ১ লাখ ইয়ান অর্থাৎ ১১ হাজার মার্কিন ডলার জরিমানা হয়েছে।

ঘটনার পর কতৃপক্ষ বলেছে, বিমান আকাশে উড়ার আগেই নিয়ম-নীতি সম্পর্কে যাত্রীদের জানিয়ে দেয়া হয়। তারপরেও যাত্রী এমন কাণ্ড ঘটালে তা মেনে নেয়া যায় না। অবশ্য তারা এটাও জানিয়েছে, চ্যানের দাবি সত্যি ছিল কিনা তদন্তে নিয়োজিতদের সব রকম সহযোগিতা তারা করবে। বোঝাই যাচ্ছে, লাকি এয়ারের ওই বিমান চ্যানের জন্য আদতে ‘লাকি’ ছিল না।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে