বুধবার, ০২ মে, ২০১৮, ০৮:৩৯:১০

বিমানবন্দর টার্মিনালেই দুই মাস সিরীয় আল-কোন্তার! কিন্তু কেন?

বিমানবন্দর টার্মিনালেই দুই মাস সিরীয় আল-কোন্তার! কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক: সিরীয় নাগরিক হাসান আল-কোন্তার মালয়েশিয়ার বিমানবন্দরে ৫৮দিন যাবত আটকা পড়ে আছেন। ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওতে ৩৬ বছরের হাসান জানান, প্রায় দুইমাস আগে মালয়েশিয়া থেকে ইকুয়েডর যাওয়ার পরিকল্পনা করেন তিনি। তবে, কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে একাধিক দেশে প্রবেশে বাধাপ্রদান করায় সেখানেকার টার্মিনালেই আটকা পড়ে আছেন।

হাসানের পরিকল্পনামত, কুয়ালালামপুর থেকে ভিসা ছাড়াই দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর যেতে চেয়েছিলেন তিনি। তবে, সেখানকার টিকেট থাকার পরও বিমান থেকে নামিয়ে দেওয়া হয় তাকে। তাছাড়া, হাসানকে কম্বোডিয়া ঢুকতেও নিষেধাজ্ঞা দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ। এমনকি, মালয়েশিয়ায়ও নামার অনুমতি না থাকায় দেশটির বিমানবন্দরের টার্মিনাল ট্রানজিট লঞ্জে আটকে থাকতে বাধ্য হতে হয় তাকে।

ইউটিউব পোস্টে হাসান জানান, ‘আমি নিজেকে খুবই দুর্বল, একা, অবাঞ্ছিত এবং প্রত্যাখ্যাত বলে মনে করছি। বুঝতে পারছি না এই পরিস্থিতিতে কী করা উচিৎ। প্রায় প্রতিটি মানবাধিকার সংস্থার সাথে যোগাযোগ করেছি। তারা জানিয়েছে কেউই আমাকে কোনও সাহায্য করতে পারবে না।’

হাসান জানায়, সেনাবাহিনীতে যোগ দিতে রাজি না হওয়ার অপরাধে এখন নিজদেশ সিরিয়ায়ও ফিরতে পারবেন না তিনি।

উল্লেখ্য, সিরিয়া থেকে আরব আমিরাতে এসে কাজ করেছেন হাসান। এরপর, ২০১৭ সালের জানুয়ারিতে ৩মাসের টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় ঢোকেন তিনি। এখন সেই সময়ও পার হয়ে যাওয়ায় মালয়েশিয়া থেকেও গ্রেফতার হতে হবে তাকে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে