বৃহস্পতিবার, ০৩ মে, ২০১৮, ০৪:৩৮:১৬

অবশেষে হলো মঙ্গলে সবজি চাষ!

অবশেষে হলো মঙ্গলে সবজি চাষ!

আন্তর্জাতিক ডেস্ক: ভিন গ্রহে বিশেষ করে মঙ্গলে মানবকূল রচনা করার যে পরিকল্পনা চলছে সম্ভবত এর প্রাথমিক পদক্ষেপ তৈরি হয়ে গেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীরা সবজি চাষের যে পরীক্ষামূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটি সফল হয়েছে। তাদের জন্মানো সবজির স্বাদ নভোচারীরা পরীক্ষা করে দেখেছেন।

মহাকাশে লেটুস জন্মানোর জন্য ব্যবহার করা হয়েছিল কিছু বীজতলা, লাল, সবুজ ও নীল রঙের LED আর পানি। লাল আর নীল LED ব্যবহার করা হয়েছিল যেন তারা তরঙ্গদৈর্ঘ্যকে বিচ্ছুরিত করতে পারে। এটি উদ্ভিদের বৃদ্ধি সাধনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সবুজ LED সেগুলোকে খাওয়ার জন্য আরো উপযোগী করে তুলতে ব্যবহৃত হয়েছিল।
হয়তো একদিন মঙ্গলের দীর্ঘ অভিযানের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করে একটি পুষ্টিকর ও দীর্ঘস্থায়ী খাদ্যের উৎস তৈরি করা যাবে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে