‘বিমান ভূপাতিত করে মস্তবড় ভুল করেছে’
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আকাশসীমায় রুশ জঙ্গিবিমান ভূপাতিত করে মারাত্মক ভুল করেছে তুরস্ক। একথা বলেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজারি। ইরান সফররত লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জন অ্যাসেলবর্নের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেছেন তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
বুধবার তেহরানে অনুষ্ঠিত এ সাক্ষাতে ওই বিমান ভূপাতিত করার প্রতি মার্কিন সমর্থনেরও তীব্র সমালোচনা করেন লারিজানি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুরস্কের এ ভুল পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে আরো বড় ভুল করেছেন। কারণ, এর ফলে সংঘাতের আশঙ্কাকে উস্কে দেয়া হয়েছে।
তুরস্ক মঙ্গলবার সিরিয়ার আকাশসীমায় একটি রুশ এসইউ-২৪ জঙ্গিবিমান গুলি করে ভূপাতিত করে। এ সময় বিমানটিতে দু’জন পাইলট ছিল। আঙ্কারা দাবি করেছে, জঙ্গিবিমানটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছিল। রাশিয়া এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানানোর পর আঙ্কারার সমর্থনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দাবি করেন, অন্য সব দেশের মতো নিজের ভূখণ্ড ও আকাশসীমা রক্ষা করার অধিকার তুরস্কের রয়েছে।
রাশিয়া দৃঢ়তার সঙ্গে বলেছে, তাদের জঙ্গিবিমানটি কোনো অবস্থায়ই তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি। গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের অবস্থানে রাশিয়া যে বিমান হামলা চালাচ্ছে তারই অংশ হিসেবে ওই জঙ্গিবিমানটি আকাশে উড়েছিল।
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্যের অনেক দেশ সিরিয়ায় তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন জানাচ্ছে এই ভেবে যে, এসব সন্ত্রাসী মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ রক্ষা করতে পারবে। লারিজানির সঙ্গে সাক্ষাতে অ্যাসেলবর্ন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধান করা পাশ্চাত্যের অগ্রাধিকার হওয়া উচিত। কারণ, এখানকার সংঘাত ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তাকে বিপদাপণ্ন করে তুলছে।
২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�