বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৫:০৭:১২

যে কারণে রাশিয়াকেও পেতে চায় ফ্রান্স

যে কারণে রাশিয়াকেও পেতে চায় ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক : ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় এক বৈঠকে বসবেন। প্যারিস হামলার পর ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে পাশে পেতেই এই বৈঠক বলে জানা গিয়েছে। মস্কোয় রওয়ানা দেওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট আজ সকালে ইতালির প্রধানমন্ত্রী ম্যাটো রেনজির সঙ্গে বৈঠক সেরেছেন। আইএস জঙ্গি দমনে বৃহ্ত্তর জোট গঠনে রাশিয়ার পাশাপাশি ইতালিকেও পাশে পেতে চান ফ্রাসোঁয়া ওলাঁদ। শুধু রাশিয়া বা ইতালি নয় অবশ্য, আইএস জঙ্গিদের নির্মূল করতে সমস্ত বড় বড় ও শক্তিধর দেশকেই পাশে পেতে আন্তর্জাতিক সফরে রওয়ানা হচ্ছেন ফ্রাসোঁয়া ওলাঁদ। ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের উপর অভিযান চালাতে আন্তর্জাতিক সাহায্য পাচ্ছিল ফ্রান্স, কিন্তু সম্প্রতি রাশিয়া ও তুরস্কের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ায় মহাজোট কতটা সফল হবে, সে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ হামলায় ১৩০ জনের মৃত্যুর পর পালটা জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাতে ফ্রান্স ইউরোপীয়ান ইউনিয়নের কাছে সেনা ও অস্ত্র সহায়তা চায়। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল গতকাল, বুধবার ঘোষণা করেছেন, আইএস দমনে ফ্রান্সের পাশে রয়েছে জার্মানি। ফরাসি ও জার্মান রাষ্ট্রনায়করা মৃতদের সমাধির পাশে গোলাপি রঙের গোলাপ রেখে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ইতিমধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে সে দেশে ভোট শুরু হওয়ার আগেই সিরিয়ায় জঙ্গি দমনের তীব্রতা বাড়ানো হবে। সূত্র : কলকাতা ২৪। ২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে