সোমবার, ০৭ মে, ২০১৮, ১২:২৪:৫৯

আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল, অতঃপর...

আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক : আকাশে উড়ন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর যুক্তরাজ্যের সিডমাউথের একটি সৈকতে জরুরি অবতরণ করতে হয়েছে একটি লাইট এয়ারক্রাফটকে (হালকা বিমান)।

শনিবারের এই ঘটনায় পাইলট বা বিমানের যাত্রী কারো কোনো ক্ষতি হয়নি। প্রথম বিশ্বযুদ্ধের আমলের বিমানটি সৈকতে জরুরি অবতরণের সময় অল্পের জন্য রক্ষা পান ওই সৈকতে অবস্থানকারীরা।

বিমানটির পাইলট জ্যাক রকি সিডমাউথ হেরাল্ডকে বলেছেন, ইঞ্জিনটি যখন বিকল হতে শুরু করে তার হাতে তখন সৈকতে জরুরি অবতরণের চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এ অবতরণে ঝুঁকি থাকলেও নানা বিষয় চিন্তা করে তাকে সৈকতে অবতরণের সিদ্ধান্তই নিতে হয় শেষ পর্যন্ত।

বিমানটির একমাত্র যাত্রী ছিলেন ট্রুডি স্পিলার। তিনি বলছেন, হাত নড়িয়ে তিনি সৈকত থেকে মানুষকে সরে যাওয়ার জন্য বলেছিলেন। --দ্য গার্ডিয়ান।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে