বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:২০:৪০

আইএসের গোপন আস্তনার সন্ধান

আইএসের গোপন আস্তনার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট জঙ্গিদের দখল থেকে কেড়ে নেওয়া সিনজর শহরে কুর্দী গণমিলিশিয়া পেশমারগা আবিষ্কার করল ভূগর্ভস্থ আরও এক শহর৷ মাটির নীচে কয়েক কিলোমিটার সুড়ঙ্গপথ তৈরি করে মার্কিন বোমা থেকে বাঁচতে এই শহর তৈরি করে নিয়েছিল জঙ্গিরাই৷ টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। সিনজর মনে করিয়ে দিল ভিয়েতনামের কথা৷ ঘন জঙ্গলের মধ্যে গোপন সুড়ঙ্গ কেটে মার্কিন সেনার ওপর চোরাগোপ্তা হামলা চালানোর জন্য যেমন সেনাঘাঁটি গড়ে তুলেছিল ভিয়েতকং যোদ্ধারা, তেমন পন্থাই বেছে নিয়েছিল সিনজর দখল করা ইসলামিক স্টেট জঙ্গিরাও৷ ভিয়েতকং গেরিলাদের সহায়তায় ছিল গভীর জঙ্গল৷ আইএস জঙ্গিরা অবশ্য সেই সুবিধা পায়নি৷ বদলে, রুক্ষ মরুপ্রায় অঞ্চলেই মাটির নীচে সুড়ঙ্গশহর তৈরি করতে হয়েছিল তাদের৷ কুর্দী গণমিলিশিয়া পেশমারগাদের সঙ্গে এই সুড়ঙ্গপথে নেমেই ছবি তুলে আনলেন এক মার্কিন চিত্রসাংবাদিক এডি ভ্যান ওয়েসেল৷ দেখা গিয়েছে, মাটির বেশ কয়েক মিটার নীচে গোলোকধাঁধার মতো ছড়িয়ে রয়েছে সুড়ঙ্গ শহর৷ কোনও কোনও জায়গায় সুড়ঙ্গের মুখ বালির বস্তা ও কাঁটা তার দিয়ে সুরক্ষিত করা৷ বেশ বোঝা যায় এই অঞ্চলগুলি কোনও কম্যান্ডার বা পদস্থ নেতার থাকার জন্য তৈরি করা হয়েছিল৷ সুড়ঙ্গের মধ্যে সন্ধান মিলেছে লেপ কম্বল থেকে শুরু করে আরামদায়ক বিছানা, শুকনো খাবার, পবিত্র কোরান রাখার জন্য বিশেষ জায়গা এবং ওষুধপত্র ও অস্ত্রাগারও৷ বেশ কয়েকটি সুড়ঙ্গ থেকে মিলেছে মাদকদ্রব্য ও বিলাস-ব্যসনের সামগ্রীও৷ মিলেছে বহু বৈদ্যুতিন গ্যাজেট, বৈদ্যুতিক আলো, পাখা ও অন্য নানা জিনিসপত্র৷ বোমা তৈরিরব বিপুল পরিমাণ সরঞ্জামও মিলছে এই গোপন সুড়ঙ্গগুলি থেকে৷ বেশ বুঝতে পারা যায়, আকাশপথে বোমাবর্ষণ হতে পারে এমন আশঙ্কা আগ থেকেই মাথায় ছিল জঙ্গিদের৷ তাই, শহর দখলের পরই তারা সুড়ঙ্গ তৈরিতে মন দিয়েছিল৷ সুড়ঙ্গ ছাড়াও সিনজরে সন্ধান মিলেছে গণকবরের৷ কুর্দীদের থেকে এই শহর কেড়ে নেওয়ার পর আইএস পালাতে না পারা কুর্দদের মির্মম ভাবে হত্যা করে তাদের মাটিতে পুঁতে দিয়েছিল৷ ২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে