বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫, ০৬:৫৪:৪১

এবার টার্গেট সাংবাদিকরা

এবার টার্গেট সাংবাদিকরা

আন্তর্জাতিক ডেস্ক : সাংবাদিক দেখলেই গুলি। কারণ সাংবাদিকরাই তাদের সকল প্রকার সংবাদ মানুষের সামনে নিয়ে আসেন। এজন্য ইসলামিক স্টেট ও আল-নুসরা ফ্রন্ট সেনারা রুশ সাংবাদিকদের লক্ষ্য করে ইচ্ছাকৃত গুলি চালাচ্ছে। সিরিয়ায় যুদ্ধ ঘটনা 'কভার' করতে যাওয়া রুশ সাংবাদিকদের তাক করে গুলি ছোঁড়া হচ্ছে। বৃহস্পতিবার এমন অভিযোগ করলেন সিরিয়া থেকে রাশিয়ায় ফিরে আসা দুই সাংবাদিক। রুশ গণমাধ্যমের বরাদ দিয়ে কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে। টিএএসএস-এর সাংবাদিক অলেক্সান্ডার ইয়েলিসত্রাতভ ও আরটি-র সাংবাদিক সার্গন হাদায়া ও রোমান কোসারভ ও ক্যামেরাপার্সন অ্যালেক্সান্ডার জুকভকে লক্ষ্য করে গত সোমবার এলোপাথাড়ি গুলি ছোঁড়ে জঙ্গিরা। তুরস্কের সীমানা থেকে ২০ কিলোমিটার দূরে এক সিরীয় শহরে যুদ্ধ 'কভার' করতে যাচ্ছিলেন ওই সাংবাদিকেরা। হামলার মূল টার্গেট ছিলেন রুশ সাংবাদিকেরাই। এমনকী, রুশ সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে একটি গাইডেড মিসাইলও ছোঁড়া হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ইয়েলিসত্রাতভ ও জুকভ। তারপরেই ওই দুই সাংবাদিক ও ক্যামেরাপার্সনকে দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয় রাশিয়া। তাদের দাবি, কারণে-অকারণে রাস্তায় গাড়িভর্তি সাংবাদিকদের মধ্যে থেকে বেছে বেছে রুশ রিপোর্টারদের নামিয়ে এনে চলছে তল্লাশি। যারা এরকম করছে, তারা সিরিয়ার আম বাসিন্দা নয়। কারণ, সিরীয়রা যুদ্ধ 'কভার' করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করেন বলে দাবি দেশে ফিরে আসা সাংবাদিকদের। ২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে