আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশে পৌঁছে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে পৃথিবী পদক্ষিণ শুরু করছে এই স্যাটেলাইট। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২ টা ১৪ মিনিটে মহাকাশের উদ্দেশ্যে উড়ে যায় ফ্যালকন-৯। ওই রকেটে করেই মহাকাশে উড়ে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। আর উৎক্ষেপণের ৩৩ মিনিট ৪১ সেকেন্ডে মহাকাশে মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর পক্ষপথে চলে যায় বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ ।
স্যাটেলাইট উৎক্ষেপণ ও এর গতিবিধি নিয়ে কাজ করে এন২ওয়াইও.কম ওয়েবসাইটের তথ্য মতে, সাবেক সোভিয়েত রাশিয়া ভূক্ত দেশগুলোর সম্মিলিত স্যাটেলাইট সংখ্যা ১৫০৪টি, যুক্তরাষ্ট্রের ১৬১৬টি, চীনের ২৯৮টি, জাপানের ১৭২টি, ফ্রান্সের ৬৮টি, ভারতের ৮৮টি, তুরস্কের ১৪টি, পাকিস্তানের ৩টি, সৌদি আরবের ১৩টি, দক্ষিণ কোরিয়ার ২৪টি, স্পেনের ২৩টি, ব্রিটেনের ৪২টি, বাংলাদেশ ১টি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনেকগুলো স্যাটেলাইট বর্তমানে কক্ষপথে অবস্থান করছে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটির ওজন সাড়ে সাড়ে তিন হাজার কেজিরও বেশি। আর্থ স্টেশন থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্যাটেলাইটটির কক্ষপথে যেতে সময় লাগবে ৮-১১ দিন। আর পুরোপুরি কাজের জন্য প্রস্তুত হবে ৩ মাসের মধ্যে।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর