শনিবার, ১২ মে, ২০১৮, ০১:৪৮:০০

ঢাকার আকাশে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল ভারতীয় দুই বিমান

ঢাকার আকাশে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল ভারতীয় দুই বিমান

আন্তর্জাতিক ডেস্ক: ঢাকার আকাশে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল ভারতীয় দুই বিমান। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো ও এয়ার ডেকানের দুটি বিমান মাঝ আকাশে একেবারে কাছাকাছি চলে এলেও স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাওয়ার পর কৌশলে দুই বিমানের পাইলট তা এড়িয়ে নিরাপদ অবস্থানে যান।

ভারতীয় এই দুই বিমান বিপজ্জনকভাবে কাছাকাছি অবস্থানে চলে এসেছিল বলে অভিযোগ উঠেছে। এছাড়া দুটি বিমানের বাধ্যতামূলক দূরত্ব রাখার যে বিধান রয়েছে সেটিও লঙ্ঘনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

একটি সূত্রের বরাত ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, গত ২ মে বাংলাদেশের আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। ওইদিন কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯২ ও এয়ার ডেকানের ফ্লাইট ডিএন ৬০২ এর সংঘর্ষের শঙ্কা তৈরি হয়।

ওইদিন এ দুটি ফ্লাইটের মুখোমুখি দূরত্ব মাত্র ৭০০ মিটারে চলে আসে। এ ঘটনায় তদন্তের পর ভারতের বিমান তদন্ত সংস্থা বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো (এএআইবি) ‘ভয়ানক’ বলে মন্তব্য করেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে