আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের কয়েক মিনিট আগে জানেন এই নববধু কী করলেন? অবাক হবেন আপনিও। আগে ভোট পরে বিয়ে৷ ভোটাধধিকারের যথার্থ প্রমাণ দিলেন দম্পতি৷বধূর সাজে মানিনী,ভোট বুথে এলেন ঝড়ের গতিতে৷ সঙ্গে ছিলেন হবু স্বামী বিজয় কুমার৷বেলাগাভি কেন্দ্রের একটি বুথে ভোট দিলেন দম্পতি৷
নিয়ম মেনে আর পাঁচটা ভোটারের মতই তাঁরা লাইনে দাঁড়িয়েছিলেন৷পোলিং আধিকারিকের চোখে পড়তেই আগে ভোট দেওয়ার সুযোগ পান দম্পতি৷সময় নষ্ট না করেই চটপট ভোট দিলেন, তারপরই সরাসরি চলে গেলেন বিয়ের আসরে৷
ভোটের দিনই তাঁদের বিয়ে, জানার পর দুজনেই ভোট দিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন৷কথা মতই কাজ, ভোটাধিকারের সঠিক প্রয়োগের পরই দাম্পত্য জীবন শুরুর শপথ নিলেন মানিনী-বিজয়কুমার৷
দম্পতির এই উদ্যোগের প্রশংসা করেছেন পোলিং আধিকারিকও৷ দম্পতির ভোটদান শেষে করতালিতে ভরে ওঠে পোলিং বুথ৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস