রবিবার, ১৩ মে, ২০১৮, ০২:০৫:৩২

ইসরাইলের তৈরি অস্ত্র সমর্পণ করল সিরিয়ার বিদ্রোহীরা

ইসরাইলের তৈরি অস্ত্র সমর্পণ করল সিরিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীরা আত্মসমর্পণের সময় সরকারি বাহিনীর হাতে যে অস্ত্র, গোলাবারুদ, ল্যান্ডমাইন হস্তান্তর করেছেন, তার একটি বড় অংশ ইসরাইলের তৈরি বলে জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানার বরাতে রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।

রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা, বাবিলা ও বেইত সাহেম শহরের বিদ্রোহীরা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার পর শহর ছেড়ে যাওয়ার সময় এসব অস্ত্র জমা দিয়েছেন।

জমা দেয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০এম এম, ৮০ এমএম ও ১২০ এমএম মর্টারের গোলা, ১৪.৫ ও ২৩ এমএম পিকেসি মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেটচালিত গ্রেনেড, নানা রকমের বিস্ফোরক ও ইসরাইলে তৈরি ভূমি মাইন।

জমা দেয়া এসব অস্ত্রের বাইরেও সিরিয়ার সেনারা বিভিন্ন সময় সন্ত্রাসীদের আস্তানা ও ডিপো থেকে প্রচুর পরিমাণে ইসরাইলি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

গত ৪ মে সিরিয়ার সেনারা হোমস শহরের দক্ষিণ অংশে অভিযান চালায় এবং সেখান থেকে বিপুল পরিমাণ রাসায়নিকসহ ইসরাইলি অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে