রবিবার, ১৩ মে, ২০১৮, ০৬:২০:৫৩

প্রথম বিমানবাহী জাহাজ সমুদ্রে নামিয়েছে চীন

প্রথম বিমানবাহী জাহাজ সমুদ্রে নামিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: দেশে নির্মিত প্রথম বিমানবাহী জাহাজ সমুদ্রে নামিয়েছে চীন। সমুদ্রে বিশ্বশক্তিকে চ্যালেঞ্জ করতে তাদের মিশনের অংশ হিসেবে এটিকে ঐতিহাসিক পদক্ষেপ মনে করছে তারা। জাহাজটিকে রোববার স্থানীয় সময় সকাল ৭টায় সমুদ্রে নামানো হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’।

চীনের ইতিহাসে প্রথম নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজটিকে সাময়িকভাবে ‘টাইপ-০০১এ’ নামে নামকরণ করা হয়েছে। দেশটির উত্তর-পূর্ব প্রদেশ লায়নিং এর ডালিয়ান থেকে যানটির যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছে তাদের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে, প্রায় ৫০টন ওজনের এ জাহাজটি তাদের দ্বিতীয় বিমানবাহী জাহাজ যা ২০২০সালের কিছু নৌবাহিনীতে যুক্ত হবে বলে। দেশটি তাদের ৭০ বছরের স্বপ্ন পূরণের অংশ হিসেবে প্রথম বিমানবাহী জাহাজ লায়নিং ‘টাইপ-০০১’ ২০১২সালে সমুদ্রে নামায়। তাদের সোভিয়েত আমলের প্রথম জাহাজটি আনা হয়েছিল ইউক্রেন থেকে।

উল্লেখ্য, গত ১২এপ্রিল চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এই ঐতিহাসিক যানটি সমুদ্রে নামানোর ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, চীন তাদের কমিউনিস্ট পার্টির শাসনের মধ্যেই বিশ্বমানের একটি বিমানবাহী জাহাজ তৈরি করবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে