সোমবার, ১৪ মে, ২০১৮, ১১:১৮:১৭

বৃষ্টি ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

বৃষ্টি ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার ভারতের উত্তর, পূর্ব এবং দক্ষিণে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতে অন্তত ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রচণ্ড ধূলিঝড় ও বজ্রপাতে ধসে পড়েছে বেশ কিছু গাছ ও দেয়াল।

দেশটির উত্তর প্রদেশে ১৮ জন, অন্ধ্র প্রদেশে আটজন, তেলেঙ্গানাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে সেদেশের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এদিকে, পশ্চিম বাংলায় ৯ জন এবং দিল্লিতে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ভারতের উত্তর পশ্চিমে ঝড় এবং বজ্রপাতের পূর্বাভাস রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লিখেছেন 'দেশের কিছু এলাকায় ঝড়ে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তাতে খারাপ লাগছে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সবরকমের সহায়তা যেন করা হয়।'

অপরদিকে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এক ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়।

একজন মুখপাত্র জানান, প্রায় ৭০টির মতো ফ্লাইটকে  গতিপথ পরিবর্তন করতে হয়েছে। এ ছাড়া দিল্লির মেট্রো সার্ভিস বিঘ্নিত হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে