শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১২:০৫:৩৭

মন্ত্রীকে খুনের হুমকি দিয়ে এসএমএস

মন্ত্রীকে খুনের হুমকি দিয়ে এসএমএস

আন্তর্জাতিক ডেস্ক : কদিন আগেই ভারতের বিহার রাজ্যে নির্বাচন হলো। অার এই নির্বাচনে জয়ী হয়ে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হলেন নীতীশ কুমার। এবার সেই মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেয়া হল। আর তাই জোরদার করা হল বিহারের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দিয়ে একটি এসএমএস আসে স্থানীয় এক টিভি চ্যানেলের পক্ষ থেকে। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। খবর প্রচার পৌঁছয় পুলিশ প্রশাসনের কাছে। এরপরই কার্যত নড়েচড়ে বসে বিহার প্রশাসন। পটনার সিনিয়র পুলিশ সুপার বিকাশ বৈভব জানিয়েছেন, ইতিমধ্যে এসএমএসের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ধারায় এফআইআর দাখিল করেছে। ওই হুমকি এসএমএস সম্পর্কে এখনও পর্যন্ত পুলিশ কিছু জানাতে না চাইলেও, অন্য একটি সূত্রে জানা গিয়েছে, হুমকিটি রাজ্যের বাইরে থেকে চ্যানেলের সরকারি নম্বরে পাঠানো হয়। এসএমএস-এর জেরে নীতীশের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। এতদিন নীতীশকে ‘জেড প্লাস’ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হত। এই হুমকির জেরে তা বাড়িয়ে দেওয়া হয়েছে। সূত্র : কলকাতা ২৪। ২৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে