শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০১:৫৫:৪২

তুরস্ককে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনায় রাশিয়া

তুরস্ককে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার আকাশসীমায় একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এ জন্য তিনি রুশ মন্ত্রিসভাকে আগামী দু দিনের মধ্যে তুরস্কের বিরুদ্ধে কী কী অর্থনৈতিক ব্যবস্থা নেয়া যায় তার পরিকল্পনা অতি দ্রুত তুলে ধরতে বলেছেন। তিনি বলেছেন, তুরস্কের সঙ্গে যৌথ বিনিয়োগে যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেসব প্রকল্প, অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন বাতিল, শূল্ক পরিবর্তন এবং তুরস্ক থেকে খাদ্য আমদানি বন্ধ করার বিষয়ে কাজ করতে হবে। এছাড়া পর্যটন, পরিবহন ও শ্রমবাজারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তিনি বলেছেন, দু দিনের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত পরিকল্পনা পেশ করতে হবে যাতে তুরস্কের বিরুদ্ধে মস্কো শিগগিরি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। বৈঠকের সময় রুশ অর্থমন্ত্রী আলেক্সি উলিউকায়েভ বলেন, ‘তুর্কস্ট্রিম গ্যাস পাইপলাইন’ প্রকল্পও বাতিল হতে পারে। গত জুন মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল এবং প্রকল্পটি শেষ হলে এ পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে তুরস্কে গ্যাস সরবরাহ করার কথা ছিল। রুশ অর্থমন্ত্রী বলেন, রাশিয়া ও তুরস্কের মধ্যে বেসামরিক বিমান চলাচলও বন্ধ হতে পারে। এর পাশাপাশি ফ্রি ট্রেড জোন বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে