পাউডার আতঙ্কে ব্রাসেলে রেডএলার্ট
আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের ব্রাসেলে আবারো জারি হল জঙ্গি হামলার সতর্কতা। ব্রাসেলের নিকটবর্তী একটি স্থানীয় মসজিদ থেকে সাদা পাউডার উদ্ধারকে কেন্দ্র করে জারি হল হামলার সর্তকতা। ইতিমধ্যে তদন্তকারীরা উদ্ধার হওয়া পাউডারটিকে বিষাক্ত রাসায়ানিক অ্যানথ্রেক্স বলে চিহ্নিত করেছে। এই অ্যানথ্যেক্স ছড়িয়ে পড়লে মারাত্মক আকার নিতে পারত বলে মনে করছেন দেশটির তদন্তকারীরা। এছাড়া তদন্তকারীরা অনুমান করছে, সরাসরি সংঘাত নয়, এবার রাসায়ানিক বিস্ফোরণ ঘটাতেই পরিকল্পনা করছে জঙ্গি সংগঠন আইএস। এরপরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে জোর তল্লাশি।
প্রসঙ্গত গত কয়েকদিন আগেই ব্রাসেলেসে সন্ত্রাসবাদী হামলা আসন্ন বলে হুমকি মেল পৌঁছয়। তাই ঝুঁকি এড়াতে পুরো ব্রাসেলস শহরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে ব্রাসেলসের মেট্রো পরিষেবা। এমনকী, বেলজিয়াম এবং স্পেনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আন্তর্জাতিক ফুটবল খেলাও স্থগিত করে দেওয়া হয়। এছাড়া শপিংমল, বাজার, সাংস্কৃতিক অনুষ্ঠান তো বটেই, এমনকী রাস্তাঘাট, স্টেশন চত্বরে ভিড় বা জমায়েত না করার সতর্কবার্তা দেওয়া হয় সাধারণ নাগরিকদের। কেননা ভিড়ে ঠাসা এবং জনবহুল এলাকাই জঙ্গি হানার লক্ষ্য বলে জানায় বেলজিয়াম সরকারের মুখপাত্র।
২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ