শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০২:৩১:৫০

নিষিদ্ধ হল দু'হাজার বছরের পুরানো ঐতিহ্য

নিষিদ্ধ হল দু'হাজার বছরের পুরানো ঐতিহ্য

আন্তর্জাতিক ডেস্ক : রোমে প্রায় দু'হাজার বছরের পুরানো রোম সাম্রাজ্যের সাহসী 'যোদ্ধা'দের আর দেখা যাবে না শহরের পথেঘাটে। যাদের পোশাকি নাম সেঞ্চুরিয়ানস'। সেঞ্চুরিয়ানসের পাশাপাশি দেখা যাবে না দু'চাকার রিকশাও। বৃহস্পতিবার থেকে রোমের রাস্তায় নিষিদ্ধ করে দেওয়া হল রিকশা ও সেঞ্চুরিয়ান্সদের। রোমের বাসিন্দাদের একাংশের জীবিকা রিকশা চালানো ও 'সেঞ্চুরিয়ানস' সেজে পর্যটকদের সঙ্গে ছবি তোলা। শরীরের প্রাচীন সেনাদের মতো পোশাক চাপিয়ে, হাতে তরবারি ও মাথায় যোদ্ধাদের মতো মুকুট পরে বিখ্যাত সব রোমান স্থাপত্যের সামনে দাঁড়িয়ে থাকেন সেঞ্চুরিয়ানসরা। ট্যুরিস্টরা বেড়াতে এলে তাদের সঙ্গে ছবি তোলেন। বিনিময়ে টাকা নেন। কিন্তু দেশটি থেকে এই পেশা এবার নিষিদ্ধ করা হচ্ছে। দেশটির পুলিশ সূত্রে জনা যায়, রোম শহরে বেড়াতে আসা পর্যটকদের 'ঠগ' সেঞ্চুরিয়ান্সদের হাত থেকে বাঁচাতেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে। অনেক ধোকাবাজ সেঞ্চুরিয়ারা পর্যটকদের ঠকিয়ে রোমের ঐতিহ্য নষ্ট করছে। এছাড়া এরা পর্যটকের আর্থিকভাবে ক্ষকি করছে। আর এটা কোন ভোবেই রোমান ঐতিহ্যের সঙ্গে খাপ খায়না। তাই নতুন এই নিয়ম চালু করা হয়েছে। এই নতুন নির্দেশ জারি করেছেন সিটি কমিশনার ফ্রান্সেসকো পাওলো ট্রঙ্কা । কমিশনারের দাবি, রোমে কেউ বেড়াতে এলে তাদের জ্বালাতন করেন এই নকল যোদ্ধা ও রিকশাওয়ালাদের দল। ছবি তুলতে জোরাজুরি করেন, রিকশায় চাপতে হাঁক দেন। বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এরকম বহু অভিযোগ পুলিশের কাছে জমা পড়ার পর অবশেষে কড়া পদক্ষেপ করতে বাধ্য হল পুলিশ। সাধারণত এক একজন 'লাস্ট সেঞ্চুরিয়ানস' পর্যটকদের সঙ্গে ছবি তুলতে ৫ ইউরো বা ৬ ডলার চান। কিন্তু পর্যটনের ভরা মরশুমে এক ছবি তোলার খরচই বেড়ে যায় প্রায় দশগুণ। পাল্লা দিয়ে বাড়ে রিকশাওয়ালাদের ভাড়াও। রোমে আগামী মাসেই পালিত হবে 'ক্যাথলিক জুবিলি ইয়ার'। যার আগে শহরে প্রচুর ট্যুরিস্ট আসবেন। তার আগে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহরকে। ২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে