রুশ বিমানকে সতর্ক করেছিল তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি তুরস্কে রুশ বিমান ভূপতিত নিয় দু’দেশর মধ্যে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। রাশিয়া এই ঘটার তীব্র নিন্দা জানিয়েছি। ঘটনাকে কেন্দ্র করে রাশিয়া তুরস্কের উপর অর্থনৈকি নিষেজ্ঞা জারি করেছে। এছাড়া তুরস্ক সেনা গুলি করে রুশ যুদ্ধবিমান সুখোই-২৪ ভূপতিত করার পর থেকেই চরম উত্তেজনা তৈরি হয়েছে সিরিয়ায়। সংবাদসংস্থা সিএনএন সূত্রে খবর, অবিলম্বে সিরিয়ায় অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল পাঠানোর কথা ঘোষণা করেছে মস্কো। সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলের কাছে লাটাকিয়ায় রুশ এয়ার বেসে পাঠানো হচ্ছে এস-৪০০ ডিফেন্স মিসাইল। ২৫০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইল এখন তুরস্ক থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।
এদিকে, ন্যাটোভুক্ত দেশ তুরস্ক বুধবার রাতে একটি অডিও টেপ প্রকাশ করেছে। সেই অডিও টেপে রুশ যুদ্ধবিমানকে তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়ার আগে বারবার সতর্ক করার রেকর্ডিং রয়েছে বলে দাবি তুরস্কের। রুশ যুদ্ধবিমানটিকে বারবার সতর্ক করা সত্ত্বেও কোনও প্রত্যুত্তর না পেয়ে গুলি ছুঁড়ে নামানো হয় বলে দাবি করেছে তুরস্ক।
২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ