সংসদে ঘুমিয়ে পড়লেন ক্লান্ত মোদী
আন্তর্জাতিক ডেস্ক : নিজেই ঘটা করে 'সংবিধান দিবস' পালনের আহ্বান জানিয়েছিলেন সবাইকে। কিন্তু সেই বিশেষ দিনেই নিজেই সংসদে ঘুমিয়ে পড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সংসদে জমজমাট লোকসভা অধিবেশন চলাকালীন সময়ে নিজের আসনে বসেই গভীর ঘুমে আচ্ছন্ন হলেন প্রধানমন্ত্রী মোদী। তা-ও আবার সেই দিনে যা নিজেই উদ্যোগ নিয়ে 'সংবিধান দিবস' হিসাবে চিহ্নিত করেছেন কিছু দিন আগে। টিভি ক্যামেরায় এই মেদীর ঘুমের দৃশ্য দেখে হতবাক গোটা দেশ। অনেকেই চিমটি কাটছেন, পৃথিবীর নানা প্রান্তে ঘন ঘন সফরের ধকল সইতে না পেরেই ঘুমে ঢলে পড়েছিলেন প্রাণচঞ্চল প্রধানমন্ত্রী।
২০১৪ সালে দিল্লির প্রধানমন্ত্রীর আসনে বসার বছর দেড়েকের মধ্যে বিশ্বের নানা দেশে অসংখ্য বিদেশ সফরে ব্যস্ত হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবস্থা এমনই যে টিভি-র পর্দায় বিদেশের মাটিতে তার অনায়াস বিচরণ চোখ অভ্যস্ত হয়ে গিয়েছে দেশবাসীর। তাদের অনেকের মতে, এমন 'পায়ের-নীচে-সর্ষে' যুক্ত মোদী স্রেফ দীর্ঘ বিমানযাত্রার অবিচ্ছেদ্য অংশ 'জেটল্যাগ' কাটাতে না পেরে স্বাভাবিক ভাবেই লোকসভা অধিবেশনের মাঝে নিদ্রামগ্ন হয়ে পড়েছিলেন।
লোকমুখে প্রচার বলে কথা, দেখতে না-দেখতে মোদী সংসদে নিদ্রার এই ব্যাখ্যা তুমুল জনপ্রিয়তা লাভ করেছে ফেসবুক-টুইটারে সহ সব স্যোসাল সাইটগুলোতে। এর জেরে তৈরি হয়েছে নয়া হ্যাশট্যাগ #PMJetlag যা নিজের লেখা চুটকি-টিপ্পনির সঙ্গে জুড়ে দিচ্ছেন ইউজাররা। সোশ্যাল মিডিয়া প্রেমী প্রধানমন্ত্রীর নিদ্রাভঙ্গ হলে এই বিষয়ে তিনি কী প্রতিক্রিয়া জানান, আপাতত সেই অপেক্ষাতেই রয়েছে মানুষ।
২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ