২৬/১১ থেকে শিক্ষার পরামর্শ নৌবাহিনীর প্রধান
আন্তর্জাতিক ডেস্ক : উপকূল রক্ষায় ইতিমধ্যে ভারত একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। আর তাই জলসীমায় যে কোনও ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হতে নৌবাহিনী প্রস্তুত। ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তিতে এমনটাই মন্তব্য করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ান।
ইঝিমালার ভারতীয় নৌ- একাডেমিতে বৃহস্পতিবার নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর ৩৩০ জন ক্যাডারের প্যারেড অনুষ্ঠিত হয়। সেখানেই নৌবাহিনীকে ‘বহুমুখী’ নেটওয়ার্ক বলে উল্লেখ করেন তিনি। ২৬/১১ হামলা থেকে শিক্ষা নিয়ে ইতিমধ্যে ভারত উপকূলরক্ষায় একাধিক পদক্ষেপ করেছে বলে জানান ধাওয়ান।
মুম্বই হামলা থেকে শিক্ষা নিয়ে কী কী পদক্ষেপ নিয়েছে ভারত?
ধাওয়ান জানিয়েছেন, সমস্ত উপকূল মিলিয়ে আমাদের মোট ৮৭টি অটোমেটিক আইডেন্টিফিকেশন যন্ত্র রয়েছে। ৪৬টি কোস্টাল রেডার রয়েছে। গুরগাওয়ের ইনফরমেশন ম্যানেজমেন্ট অনালিসিস সেন্টার সহযোগিতায় নৌবাহিনী ন্যাশানাল কমান্ডজ কন্ট্রোল কমিউনিকেশন এবং ইনটেলিজেন্স নেটওয়ার্ক তৈরি করেছে। এর ফলে উপকূল এবং জলসীমায় নজরদারি অনেক উন্নত হয়েছে। পাশাপাশি সুরক্ষিত হয়েছে সীমান্ত। পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে মৎস্যজীবীদেরও কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ