শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ১২:৫৪:০৯

২৬ কোটি টাকা নিয়ে পলায়ণকারী আটক

২৬ কোটি টাকা নিয়ে পলায়ণকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের দিল্লিতে টাকা বহনকারী একটি গাড়ির চালক প্রায় ২৬ কোটি ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, এটাই দিল্লিতে টাকার অঙ্কে এ যাবৎ কালের সবচেয়ে বড় চুরির ঘটনা। টাকাবাহী গাড়িটি পরিত্যক্ত অবস্থায় যেখানে পাওয়া গিয়েছে প্রদীপ শুক্লা নামের ওই চালককে তার পাশেই একটি গুদামঘর থেকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে প্রায় সব টাকাই উদ্ধার করা হয়েছে। চুরিকৃত টাকা থেকে চালক মাত্র ১১,০০০ টাকা পোশাক ক্রয়ের জন্য ব্যয় করতে পেরেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চালক জানায়, সে জামাকাপড় ক্রয় করে টাকা ভর্তি বক্সটি নিয়ে গুদামঘরে লুকিয়ে থাকার সময় ঘুমিয়ে পড়েছিল। এসময় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল একটি বেসরকারী ব্যাংকের টাকা বহন করার সময় গোবিন্দপুর মেট্রো স্টেশনের নিকট পৌঁছালে গাড়িতে অবস্থানরত নিরাপত্তা প্রহরী প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নেমে যায়। এসময় চালক প্রদীপ শুক্লা গাড়িটি ইউটার্ন করে উল্টো পথে পালিয়ে যায়। নিরাপত্তা প্রহরী ফিরে এসে গাড়ি না পেয়ে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট ব্যাংককে ঘটনাটি জানায়। ব্যাংক কর্তৃপক্ষ বিলম্ব না করে পুলিশকে জানালে তৎক্ষণাত পুলিশের ৫টি টিম টাকা উদ্ধারে মাঠে নামে। মাত্র কয়েকঘণ্টার মধ্যেই টাকাসহ অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ২০১৪ সালে অস্ত্রের মুখে ৭.৬৯ কোটি রুপি ছিনিয়ে নেয়ার পর দিল্লিতে এটাই সবচেয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ঘটনা। সূত্র: এনডিটিভি ২৭ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে