আন্তর্জাতিক ডেস্ক: সরকারি কর্মকর্তাদের উদ্দেশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, আইন ভঙ্গ করবেন না।
তিনি বলেন, আইন ভাঙলে এমনকি প্রধানমন্ত্রীকেও ছাড় দেবেন না।
নতুন মালয়েশিয়া গড়ার লক্ষ্যে সরকারি কর্মচারীদের ‘অবিভক্ত সহযোগিতা’ চেয়ে এ কথা বলেন তিনি।
বাণিজ্যিক রাজধানী পুত্রজায়ায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মাহাথির মোহাম্মদ জানান, মালয়েশিয়ার বৈদেশিক দেনার পরিমাণ ১ লাখ কোটি রিঙ্গিত ছাড়িয়ে গেছে, যা ২৫০ বিলিয়ন ডলারের চেয়েও বেশি।
মাহাথির ওই পরিমাণ রাষ্ট্রীয় ঋণের জন্য পরাজিত নাজিব রাজাক সরকারের ক্ষমতার অপব্যবহারকে দায়ী করেছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস