বুধবার, ২৩ মে, ২০১৮, ০৩:৩০:১৩

৯৯ হিন্দুকে হত্যা করেছে মিয়ানমারের বাহিনী

৯৯ হিন্দুকে হত্যা করেছে মিয়ানমারের বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক রাখাইনে শিশুসহ অন্তত ৯৯ জন হিন্দুকে আরাকান স্যালভেশন আর্মি-আরসা হত্যা করেছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

বুধবার (২৩ মে) এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে আরসা এ ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে।

বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মংডু শহরের বিভিন্ন গ্রামে হিন্দুদের হত্যা করে আরসা। রাখাইন ও বাংলাদেশের শরণার্থী শিবিরে কয়েকজনের সাক্ষাৎকার নিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গত বছর আগস্টের শেষে আহ নাউক খা মং সেইক গ্রামে আরসার সদস্যরা হামলা চালায়। সেই হামলায় বেঁচে যাওয়া হিন্দুরা জানায়, আরসার সদস্যরা পুরুষদের গলা কেটে হত্যা করেছে। ওই গ্রামের ২০ জন পুরুষ, ১০ জন নারী ও ২৩ শিশুকে হত্যা করা হয়।

গেল সেপ্টেম্বরেই চারটি গণকবর থেকে ৪৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের খোঁজ এখনও পাওয়া যায়নি।

অ্যামনেস্টির ক্রাইসিস রেসপন্স পরিচালক তিরানা হাসান বলেন, ‘আরসার কর্মকাণ্ডের নৃশংসতার দিকটি উপেক্ষা করে যাওয়া খুবই কঠিন। তাদের হাত থেকে বেঁচে যাওয়া যেসব ব্যক্তির সঙ্গে আমাদের কথা হয়েছে, তাদের ওপর এই বর্বরতার প্রভাব রয়েছে।’

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার নিরাপত্তা বাহিনীর মানবতাবিরোধী অপরাধের মতো আরসার এই বর্বরতারও জবাবদিহি জরুরি বলে মন্তব্য করেছেন তিরানা হাসান।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে