তুরস্ককে বহিষ্কারের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল পল ভ্যালি বলেছেন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো থেকে তুরস্ককে অবশ্যই বহিষ্কার করতে হবে। তিনি বলেন, গত মঙ্গলবার সিরিয়া সীমান্তে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্যদিয়ে তুরস্ক নিজেকে ন্যাটোর প্রভাবশালী সদস্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। রাশিয়ান টিভি আরটির বরাদ দিয়ে রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
মার্কিন এ জেনারেল বলেন, তুরস্ক এখন ন্যাটো জোটের জন্য দায় হয়ে দেখা দিয়েছে। এছাড়া, বিমান ভূপাতিত করার মধ্যদিয়ে জোটের অন্য সদস্যদের জন্য নানাভাবে সমস্যা তৈরি করেছে।
জেনারেল ভ্যালি বলেন, ‘আমি মনে করি ন্যাটোর যদি কোনো দৃঢ়তা থাকে তাহলে অবশ্যই জোট থেকে তুরস্ককে বহিষ্কার করা উচিত কারণ তারা সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র বিরুদ্ধে লড়াইয়ে কোনো রকম সহযোগিতা করছেনা। তুরস্ক শুধু চায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে সিরিয়ায় অন্য একটি সরকার প্রতিষ্ঠা করতে’। রাশিয়ার আরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
জেনারেল ভ্যালি ভিয়েতনাম যুদ্ধে যোগ দিয়েছিলেন এবং প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডিং জেনারেল হিসেবে ১৯৯৩ সালে অবসর নেন। তিনি বলেন, একতরফা যুদ্ধবিমান ভূপাতিত করার মধ্যদিয়ে তুরস্ক ন্যাটোকে এ বার্তা দিয়েছে যে, জোটের একজন সদস্য হওয়া সত্ত্বেও প্রয়োজনের সময় নিজের স্বার্থ দেখার ক্ষেত্রে তারা বিরত থাকবে না। তুরস্ককে তিনি ন্যাটো জোটের জন্য অভ্যন্তরীণ হুমকি বলে উল্লেখ করেন।
২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�