দুই সন্দেহভাজন অাটক
আন্তর্জাতিক ডেস্ক : মালির হোটেলে জঙ্গি হামলা। ঘটনার প্রায় এক সপ্তাহের মধ্যে দুই সন্দেহভাজনকে আটক করল পুলিশ। বিলাসবহুল হোটেলে হামলার ঘটনায় এই দুই সন্দেহভাজন প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে দুই ব্যক্তিকে জেরা শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে হামলাকারীদের খোঁজে বিভিন্ন জায়গায় জারি রয়েছে তল্লাশিও।
প্রসঙ্গত, গত কয়েকদিন আগে মালির রাজধানী শহর বামাকোতে হামলা চালায় একদল সন্ত্রাসবাদী। রেডিসন ব্লু-হোটেলে এই হামলা চালানো হয়। বন্দি করে রাখা হয় ১৪০ জন অতিথি ও ৩০ জন হোটেলকর্মীকে। হামলায় মৃত্যু হয় ২০জনের। অগাস্ট মাসে মালিতে হামলা চালায় জঙ্গিরা। সেই ঘটনায় পাঁচজন জাতিসংঘের কর্মীর মৃত্যু হয়। এছাড়া মার্চ মাসেও আরও একটি হামলা চালানো হয় বামাকোর একটি রেস্তোরাঁয়। শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও বারবার মালিতে হামলা চালাচ্ছে জঙ্গিরা।
২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�