শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৬:২৬:২৭

ঘরে ঘরে নীল-সাদা-লাল রং

ঘরে ঘরে নীল-সাদা-লাল রং

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসে ভয়াবহ সন্ত্রাসের কথা সারা বিশ্বের মানুষ এখনও পর্যন্ত ভুলতে পারেনি। আজ শুক্রবার সেই সন্ত্রাসবাদী হামলায় রাষ্ট্রীয় শোক ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ফ্রান্সে। সামরিক অভিবাদন জানানো হয় তাদের৷ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহতদের স্মরণে প্যারিসের কেন্দ্রস্থলে এক সামরিক হাসপাতালে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এই অনুষ্ঠানে হামলায় নিহতদের পরিবারবর্গ তো বটেই, সেইসঙ্গে ফ্রান্সের নানা স্তরের মানুষ অংশ নিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদও উপস্থিত ছিলেন জানা গিয়েছে। সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, এক ঘণ্টার এই শোকানুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট বিশ মিনিটের একটি বক্তব্য রাখেন, যা সরাসরি সম্প্রচারিত করা হয়েছে। কলকাতা ২৪-এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে। ফ্রান্সের এক সরকারি মুখপাত্র বলেছেন, ‘এদেশের মানুষ নিজেদের ঘর নীল, সাদা ও লাল রঙে রাঙিয়ে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।’ তবে ফ্রান্সের অনেক নাগরিকের অভিযোগ, গত জানুয়ারিতে শার্লি হেবডো কাণ্ডের পর নিরাপত্তা আরও জোরদার করা উচিত ছিল৷ কিন্তু সে বিষয়ে উদাসীন ভূমিকা পালন করে প্রশাসন, তার জেরেই এ রকম ঘটনা আবার ঘটল। যে কারণে এই রাষ্ট্রীয় আয়োজনে যোগ দেওয়ার কোনও ইচ্ছা তাদের নেই। উল্লেখ্য, গত ১৩ নভেম্বর প্যারিসের অন্তত ছয়টি এলাকায় হামলা চালায় আইএস জঙ্গিরা। হামলায় প্রাণ যায় ১৩০ জনের। দায় স্বীকার করে আইএস একটি বিবৃতিও দেয়। বুধবার তারাই আবার নতুন একটি ভিডিওতে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে