শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫, ০৬:৫৫:৪৩

সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক এখন ভারতীয়

সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক এখন ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক : ১৭০০ শতকে ভারতে তাদের আগমন হয়েছিল ব্যবসায়ী রূপে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুতা, নীল এবং চা এর ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে চাকরি করতেন এক তৃতীয়াংশ ব্রিটিশ কর্মী। ক্রমেই ব্যবসার আড়ালে ভারতের উপর কতৃত্ব খাটাতে থাকে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু ১৮৫৭ সালের সিপাই বিদ্রোহের পর কোম্পানির হাত থেকে ভারতের রাজত্ব চলে যায় ইংল্যান্ডের রাজ পরিবারের কাছে। এরপর থেকে এখন পর্যন্ত ভারতে কী কী ঘটেছিল তা আর নতুন করে বলার কিছু নেই। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। কিন্তু নতুন করে যে কথা বলার জন্যে এই প্রতিবেদন লেখা, তা হল, ঐতিহাসিক সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক এখন এক ভারতীয়। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভারতীয় বংশোদ্ভূত, মুম্বাই শহরে জন্মগ্রহণ করা সঞ্জীব মেহতা ২০০৫ সালে সেই কোম্পানির ৩০ জন মালিকের থেকে ইস্ট ইন্ডিয়ার সকল সত্ব এবং মালিকানা কিনে নেন। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি লাক্সারি ফুড ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে। এখন এই কোম্পানিতে বিক্রি হয় কফি, চকোলেট, দুষ্প্রাপ্য চা এবং অন্যান্য বিলাসবহুল খাদ্য সামগ্রী। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নেওয়ার পর এবং তার সম্পূর্ণ রূপান্তর ঘটানোর পর প্রথম স্টোরটি সঞ্জীব খোলেন লন্ডনের মেফেয়ার অঞ্চলে। বর্তমানে অবশ্য শুধুমাত্র লন্ডনেই নয়, সঞ্জীবের স্টোর রয়েছে ব্রিটেনের বিভিন্ন জায়গায়, মধ্যপ্রাচ্যে, ইউরোপে এবং এশিয়ায়। রয়েছে একটি সফল ই-কমার্স ওয়েবসাইটও। ২৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে