মৃত্যুশয্যায় নিজে করলেন, মেয়ের বিয়ে দেখলেন
ঢাকা : মৃত্যুশয্যায় থাকা এক বাবা আইসিউতে দু দু’টো বিয়ের সাক্ষী হলেন।একটা তার নিজের বিয়ে। আর অন্যটা তার আদরের একমাত্র মেয়ের বিয়ে।
জুবেল কিরবি নামের ৪৯ বছর বয়সী ওই ব্যক্তি মারাত্মক ফুসফুসের রোগে ভুগছিলেন। তার পালমোনারি ফিবরোসিস হয়েছিল। এটি একটি দুরারোগ্য ব্যাধি। সবাই জানেন এই রোগের চিকিৎসা করেও কোনো লাভ নেই। তিনি তিন সপ্তাহ ধরে ক্যারোলিনার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি।
সোমবার জুবেল তার দীর্ঘদিনের সঙ্গী কোলেন কিরবিকে বিয়ে করেন। তারা প্রায় ২৬ বছর ধরে একসঙ্গে বাস করছেন। এতো দিনেও তাদের মনে হয়নি যে বিয়ে করা প্রয়োজন। কিন্তু যখন জুবেল ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়লেন এবং তারা বুঝতে পারলেন যে হাতে সময় খুব একটা নেই। হঠাৎ করেই তারা সিদ্ধান্ত নিলেন বিয়ে করার।এটা এতো তাড়াতাড়ি হয়েছিল যে সেখানে তাদের মেয়েও উপস্থিত থাকতে পারেনি।
এরপরই তার মেয়ে কাইলা সিদ্ধান্ত নেন তার বিয়েটাও তার বাবার উপস্থিতিতেই হবে। যদিও কাইলা এবং তার বন্ধু ড্যানিয়েল হেলেই ২০১৬ সালের ১৬ জুলাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বাবার জন্য সাত মাসেই আগেই তারা শুভ কাজটা সেরে ফেলতে চান। আর এ কারণেই হাসপাতালেই বাবার সামনে বিয়ে করলেন তারা।
কাইলার বিয়েতে তাদের কাছের ৫০ জন আত্মীয় এবং হাসপাতাল কর্মীরা উপস্থিত ছিলেন। তবে কাইলা কিছুটা দুঃখ করে বলেন, ‘আমি চেয়েছিলাম আমার বিয়েতে আমার বাবা আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। কেননা বাবাই আমার সবচেয়ে ভাল বন্ধু। কিন্তু বাবার শরীরের যা অবস্থা তাতে বাবার জন্য দাঁড়িয়ে থাকা সম্ভব নয়।’ তবে সব কিছু ঠিকঠাক হওয়ায় খুব খুশি কাইলা।
২৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ