শনিবার, ২৮ নভেম্বর, ২০১৫, ০৬:২১:১৪

একাই দেড় হাজার!

একাই দেড় হাজার!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে এঁকে 'র‌্যাম্বো' বলে ডাকা হয়। দ্য ওয়ান ম্যান আর্মি। র‌্যাম্বো সিরিজের সিনেমাগুলি যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন, যত কঠিন মিশন হোক না কেন, যত অত্যাচারই করা হোক না কেন, একাই শত্রুপক্ষকে শেষ করে ফেলেন র‌্যাম্বো। ইরাকের আবু আজরায়েল-ও অনেকটা তাই। এখনও পর্যন্ত দেড় হাজার আইসিস জঙ্গিকে খতম করেছেন তিনি। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এখবর দিয়েছে। আবু আজরায়েল-এর নামের মানে হল 'দ্যা অ্যাঞ্জেল অফ ডেথ'। সত্যিই, এর অর্থ আইসিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ইরাকের শিয়া মিলিশায়-র প্রধান মুখ এই আবু আজরায়েল। মিলিশায়া-র ইমাম আলি ব্রিগেডের 'পোস্টার ম্যান' বললেও বেশি বলা হবে না। ইরাকে আইসিস অনুপ্রবেশের পর জঙ্গিদের সঙ্গে লড়ার জন্য ইরাকি সেনা এই মিলিশায় গঠন করে। সেখানেই শুরু এই 'ইরাকি র‌্যাম্বো'-র অভিযান। আবু আজরায়েল মূলত একজন অধ্যাপক ছিলেন। একটি কলেজে তিনি অধ্যাপনা করতেন। খুবই রসিক স্বাভের মানুষ। হাসতে-হাসাতেই মানুষকে ভালোবেসে ফেলেন তিনি। সাইকেলে ইরাকের বিভিন্ন শহরে ঘুরে ঘুরে দূষণের বিরুদ্ধে প্রচারও চালিয়েছেন। আবার তাইকোয়ান্ডো এবং মার্শাল আর্টসে চ্যাম্পিয়ন। তবে কোনও দিন হাতে বন্ধুক এবং কুড়ুল তুলে নেবেন এটা ভাবেননি। কিন্তু শেষ পর্যন্ত ধরতেই হল অস্ত্র। শিয়াদের ওপর ক্রমাগত অত্যাচার, বাড়ির মহিলা-মেয়েদের ধরে নিয়ে বাজারে বিক্রি করার দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি আবু আজরায়েল। এরিমধ্যে ইয়াজিদিদের ওপরও শুরু হয়েছিল তেমনই ভয়ানক অত্যাচার। তখনই তিনি ঠিক করেন সেনাবাহিনীকে সাহায্য করতে অস্ত্র তুলে নেবেন হাতে। এখন তার একটাই উদ্দেশ্য, পৃথিবীর বুক থেকে যে কোন মূল্যেই হোক আইসিস-কে মুছে ফেলতে হবে। ২৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে