গাড়ি পার্কিংয়ে জরিমানা ৪,৩৩,২৮১ টাকা
আন্তর্জাতিক ডেস্ক : গাড়ি পার্কিং পৃথিবীর সকল দেশেই হয়ে থাকে। কিন্তু গাড়ি পার্কিং করে জরিমানা গুনতে হয়েছে এটা বাংলাদেশের মানুষের কাছে একে বারে নতুন উদাহরণ। তবে যেই ঘটনাটির কথা বলা হচ্ছে সেটি বাংলাদেশের কোন ঘটনা নয়। লন্ডন প্রবাসী মনিশ ওয়াধওয়ানি নামের এক ভারতীয় এই ঘটনার শিকার হয়েছেন। মনিশ ওয়াধওয়ানি মাত্র ছয় ঘন্টার জন্য মধ্য লন্ডনের একটি গাড়ি পার্কিং এ তার গাড়িটি রাখেন। আর এ জন্য তাকে গুনতে হয়েছেন ৩৭৩১ পাউন্ড যার পরিমান বাংলাদেশি টাকায় ৪,৩৩,২৮১ হয়। এই টাকা বিল তার হাতে ধরিয়ে দেয় ‘ন্যশনাল কার পার্ক’ কর্তৃপক্ষ৷
সেন্ট্রাল লন্ডনের গাড়ি পার্কিং খরচ সাপেক্ষ বলেই পরিচিত৷ সেই জন্যই তিনি আগে থেকেই একটি চুক্তি করে রেখেছিলেন৷ অর্থাৎ, ১২ ঘন্টা মধ্য লন্ডনে গাড়ি পার্কিং এর জন্য তাকে মূল্য দিতে হবে পাঁচ পাউন্ড৷ কিন্তু তিনি দেখেন তাকে পাঠানো হয়েছে ৩৭৩১ পাউন্ডের বিল৷ যা তার ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হয়৷ এতেই চোখ কপালে ওঠে তার৷
মনিশ জানান, ‘আমার কাছে এটা অবিশাশ্ব্য মনে হয়েছিল৷ তাই ততক্ষনাৎ আমি একজন গাড়ি পার্কিং অপারেটরের সাথে কথা বলি৷ তিনি আমায় বলেন এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না৷ তবে তিনি আমার কাছ থেকে একটি অভিযোগ নেন৷’
‘ন্যশনাল কার পার্ক’ যেহেতু লন্ডনে একটি পরিচিত সংস্থা তাই তাদের একটা অর্থ ফেরতের ব্যবস্থা রয়েছে৷ কিন্তু তাকে এখনও অপেক্ষা করতে হচ্ছে প্রক্রিয়া সম্পুর্ণ হওয়ার জন্য৷
‘ন্যশনাল কার পার্ক’ এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের তদন্তে দেখা গিয়েছে ওই ব্যাক্তি গত আগষ্টে গাড়ি পার্কিং করেছিলেন৷ তখন তিনি প্রবেশের সময় তার কার্ড ব্যবহার করলেও ভুলবশত বেরিয়ে যাওয়ার সময় কার্ড ব্যবহার করেননি৷ তাতেই বিপত্তি ঘটতে পারে৷ তবে আমরা শীঘ্রই অর্থ ফেরতের ব্যবস্থা করব৷’ মনিশ পেশায় একজন অর্থ মন্ত্রনালয়ের কর্মকর্তা।
২৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�