রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫, ১২:৪৯:৫৬

স্পেস স্টেশনে ডিনার পার্টি

 স্পেস স্টেশনে ডিনার পার্টি

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় প্রতি বছরই ঘটা করে পালিত হয় ‘থ্যাঙ্কসগিভিং ডে’। আগের বছর শস্যের ফলন ভাল হয়েছে এবং সামনের বছরও ঈশ্বরের আশীর্বাদে যাতে তা আরও ভাল হয়, সেই কামনায় পালন করা হয় ‘থ্যাঙ্কসগিভিং ডে’। কেলি ও লিন্ডগ্রেন ও আমেরিকার নাগরিক। কিন্তু এই দুইজন ‘থ্যাঙ্কসগিভিং ডে’ ছিল মহাকাশে। যেহেতু মহাকাশে রয়েছেন, তাই সেই সুযোগ হাতছাড়া হয়েছে মহাকাশচারীদের। তাই মহাকাশেই তা পালন করছেন কেলি ও লিন্ডগ্রেন। পরের বছর যাতে শশ্য ভাল হয় সে জন্য তারা ইশ্বরের কাছে প্রার্থনা করে ডিনার পার্টি করল মাহাকাশে। সেই আজব ডিনার পার্টিতে তারা কি করে ছিল শুনে নিন তাদের কথাপকথনে। ‘নুনটা একটু ভাসিয়ে দাও, খাব।’ ‘কমলা লেবুটা আমার মাথার কাছে লেগে রয়েছে। কিছুতেই হাতে নামছে না। খাব কী ভাবে?’ ‘আমি ভেসে রয়েছি। আপেলটা ছাদে আটকে রয়েছে। নাগালে পাচ্ছি না।’ ২৭, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে