অজগরের ভয়ে বাড়ির বাইরে বাসিন্দারা
আন্তর্জাতিক ডেস্ক : সাধারনত সব মানুষই সাপকে ভয় পায়। আর এই সাপ যদি নিজ বাড়িতে আস্তানা তৈরী করে তাহলে তো খাওয়া-দাওয়া, ঘুম সবই হারাম হয়েছে যায়। সম্প্রতি এমই এক ঘটনা ঘটেছে ভারতের হাওড়ার আন্দুল রোডের হালদারপাড়ার কয়েকটি বাড়িতে। একটি অজোগর সাপ নিজের বাসস্থান তৈরী করেছে ওই বাড়িগুলোতে। বাড়ির বাসিম্দারা বন দফতরকে এই ঘটনার ব্যাপারে জানালেও নির্বিকার ভুমিকা পালন করেছে।
এলাকার বাসিন্দারা বলেছেনে, কয়েকদিন ধরেই বেশ কয়েকটি বাড়িতে মাঝে মাঝেই হানা দিচ্ছে চোদ্দ-পনেরো ফুট লম্বা একটি বিরাট অজগর।
এছাড়া তারা বলেন, গতকাল রাত দুটো নাগাদ লেখু সাউয়ের বাড়িতে দেখা যায় ওই অজগরটিকে। খাটের নিচে ফোঁসফোঁস আওয়াজ শুনে অজগরটি নজরে আসে লেখুর।
পরিবারের সবাইকে নিয়ে তখনই বাইরে বেরিয়ে আসেন তিনি। ওই বিশাল অজগরের ভয়ে সারারাত বাড়ির বাইরেই কাটাতে হয় তাদের। এই ঘটনার পর বন দফতরকে খবর দিলেও তারা এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।
২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ