তুরস্কের ওপর মার্কিন চাপ
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া সীমান্তে আরো সেনা মোতায়েন করতে তুরস্কের ওপর চাপ সৃষ্টি করেছে আমেরিকা প্রশাসন। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের চলাচল বন্ধ করার জন্য আমেরিকা সেনা মোতায়েনের চাপ সৃষ্টি করেছে বলে আমেরিকার সংবাদমাধ্যম মার্কিন ওয়াল স্ট্রিট জার্নাল এ দাবি করেছে।
পেন্টাগনের কর্মকর্তারা ধারণা করছেন, সিরিয়ার সঙ্গে তুরস্কের প্রায় ১০০ কিলোমিটার সীমান্ততে জঙ্গিদের চলাচল বন্দ করতে আরো ৩০ হাজার বাড়তি সেনা লাগবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, তুরস্কের এ সীমান্ত দিয়ে দায়েশ সন্ত্রাসীরা সিরিয়ায় আসা-যাওয়া করে এবং যুদ্ধক্ষেত্র থেকে ইচ্ছেমতো ইউরোপের দেশগুলোতেও ঢুকে পড়ে। আমেরিকার এ বক্তব্যে তুরস্ক বলেছে, পেন্টাগন অনেক বেশি বাড়িয়ে বলছে তবে সীমান্তে আরো নিয়ন্ত্রণ বাড়ানো দরকার বলে স্বীকার করেছে।
এছাড়া এর আগে, গত জুলাই মাসে আমেরিকা ও তুরস্ক সীমান্ত নিয়ে একটি চুক্তিতে পৌঁছায় কিন্তু তা বাস্তবায়নে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। ওই চুক্তি অনুসারে, আমেরিকা তুরস্কের ঘাঁটি ব্যবহার করে সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাবে বলে কথা ছিল।
২৯, নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ